আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্জালে বাংলা লিটল ম্যাগের নতুন ঠিকানা 'খোয়াব'



বাংলা লিটল ম্যাগের নতুন ঠেক ইন্টারনেট। আর বিগত কয়েক বছরে বেশ অনেকগুলো বাংলা ই-ম্যাগাজিন অর্থাৎ কিনা ইন্টারনেট ভিত্তিক পত্রিকাই আত্মপ্রকাশ করে ফেলেছে। কিন্তু এই ই-ম্যাগগুলো সবই প্রায় গদ্য পদ্য মিশিয়ে, কিছু বা শুধুমাত্র পদ্যের। ‘খোয়াব’-এ কিন্তু পদ্য নেই, শুধু গদ্য আছে – সব রকমের গদ্য এখানে স্বাগত। আর এটাই ‘খোয়াব’-এর আত্মপ্রকাশের পিছনে মূল প্রেরণা – অন্তর্জালে অন্যধারার বাংলা গদ্যের একটা স্থায়ী ঠিকানা গড়ে তোলা ও সেখান থেকে সারা পৃথিবীর গদ্যজনের কাছে তাকে পৌঁছে দেওয়া।

‘খোয়াব’-এর জন্ম ২০০৯ সালের আগস্ট মাসে। ২০১০ -এর শেষে পৌঁছতে পৌঁছতে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে খোয়াবের পরপর তিনটি সংখ্যা। ‘খোয়াব’-এর তৃতীয় সংখ্যায় লিখেছেন মোট চল্লিশজন লেখক-লেখিকা। এঁদের মধ্যে অনেকেই অন্যধারার লেখক হিসাবে ইতিমধ্যেই বাংলা সাহিত্যের জগতে সুপ্রতিষ্ঠিত। আবার কেউ বা উদিয়মান লেখক হিসাবে অত্যন্ত সম্ভাবনাময়।

এঁদের সবাইকে একসাথে করেই গড়ে উঠেছে খোয়াবের সাহিত্যসম্ভার। এর মধ্যেই খোয়াবে চোখ রেখেছেন বিশ্বের মোট একচল্লিশটি দেশ থেকে আড়াই হাজারেরও বেশি পাঠক। খোয়াব হল আপনার স্বপ্ন দেখার জায়গা। খোয়াব দেখুনঃ http://www.khoyab.in/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।