আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনার অন্তর্জালে

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ভাবনার অন্তর্জালে/ শেখ জলিল এক. এ রকম সরে যাবে দূরে ভাবিনি কখনো। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আরও পশ্চিমে সরে যেতে যেতে এক সময় আছড়ে পড়বে প্রশান্তের বুকে- সে প্রতীক্ষায় জেগে আছি সারারাত। জ্যোস্নাভুক অমাবশ্যা শেষে পূর্নিমার জোয়ার দেখবো বলে বসে আছি বালুকাবেলায়। তুমি কি এখনো বসে আছো পূর্বের ব্যালক্যালনিতে একা? বড় জানতে ইচ্ছা করে! ১৬.০৭.২০০৭ দুই. ঝড়ের চেয়েও বেশী গতি আর কার হতে পারে। শব্দের নাকি আলোর ? তার চেয়ে বেশী গতিতে চলছি আজো তোমার সান্নিধ্য পানে। গ্রহান্তরে সূর্যের অধিক প্রখরতা নিয়ে জ্বলছে এ চোখ- জ্বলন্ত ভালোবাসার অগ্নিপিন্ডিতে পোড়াবো মন, ছুটছি আর ছুটছি। শুধু কালান্তর অপেক্ষায় মন অধীর ধেয়ানে; চোখ বুঁজে ভাবলেই তোমার সজীব ছবি, দেখছি আর দেখছি! ২৬.০৭.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।