আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্জালে অন্তরযোগ

বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

'অন্তর্জালে অন্তরযোগ'! অন্তর্জালের ইংরেজি হচ্ছে ইন্টারনেট। আর অন্তরযোগ মানে মনের মিলন। এবার পুরো বাক্যটি দাঁড়াচ্ছে ইন্টারনেটে মনের মিলন। ইন্টারনেটে আড্ডা, মানবিক সম্পর্ক, প্রেম_ভালবাসা, বিয়ে আর বিরহ নিয়ে একাত্তরের এবারের প্রচ্ছদ প্রতিবেদন । জীবন যাপনের সর্বত্র ঢুকে গেছে প্রযুক্তি'র ছোঁয়া।

অফিসের কাজ থেকে শুরু করে লেখাপড়া, বিনোদন সবখানেই প্রযুক্তি। তাহলে বাদ থাকবে কেনো প্রেম ভালবাসা কিংবা আড্ডায়? প্রযুক্তি শক্তভাবেই অবস্থান নিচ্ছে শিক্ষিত নাগরিকের মধ্যে। এক রকম বিনা খরচে ইন্টারনেটে বন্ধু খুঁজে বেড়ানো, অনলাইন চ্যাটিং, ব্লগিং-এর পেছনেই মানব-মানবীরা ব্যয় করছে দিনের অনেকখানি সময়। তা সে সকাল হোক আর মধ্য রাত, ইন্টারনেটে ঢোকা চাই-ই চাই। ইন্টারনেটে পরিচয়, প্রেম ও বিয়ে হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনা।

এখন আর এলাকা, বংশ ও দেশ নিয়ে কোনো ছুঁৎমার্গ বা বিভক্তি নয়। বিশ্বের দক্ষিন প্রান্তের ছেলে সঙ্গিনী খুঁজে নিচ্ছে উত্তর প্রান্ত থেকে। সম্পুর্ন প্রতিবেদনটি পাওয়া যাবে এই লিংকে : http://www.ekattor.com/cyber-affair.pdf প্রকাশিত: একাত্তর (14তম সংখ্যা), তারিখ : 28-06-06

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।