আমাদের কথা খুঁজে নিন

   

সিন্ডিকেট =চিনি ফারুক + অসাধু চিনি ব্যবসায়ী



পবিত্র রমজান মাসে চিনির দাম আকাশ ছুঁয়েছে। এখনও মাটিতে নামার কোন লক্ষণ নেই। কাজের মধ্যে কাজ হচ্ছে বাণিজ্য মন্ত্রী বাঁচাল ফারুকের বাঁচালতা এবং বাঁচালতা। স¤প্রতি তিনি বলেছেন যে দেশের মানুষ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকতে পারেনা। যদি সত্যি তাই হয় তবে রমজান মাসে কেন তারা জিম্মি হয়ে রইল!! নাকি রমজান মাসে দেশের মানুষ মানুষ ছিলোনা!! রমজান মাসের শেষে অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা হল।

পুরো রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের সুযোগ দেয়া হয়েছে মুনাফা করার জন্য। এখন বিনীত প্রশ্ন এই সুবিধা প্রদানের জন্য গোয়েন্দা সংস্থা এবং বাণিজ্য মন্ত্রণালয় কত টাকার বাণিজ্য করেছে!! কাদের সুবিধার জন্য পুরো রমজান মাসে টিসিবি বসে বসে আঙুল চুষেছে এবং ঘুমিয়ে ঘুমিয়ে আঙুল চুষেছে!! বাঁচাল ফারুক আরো বলেছেন যে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অতি উত্তম কথা। কিন্তু কিসের ভিত্তিতে তিনি ব্যবস্থা নিবেন!! যে সকল কথাবার্তা তিনি বলছেন তাতে দিবালোকের মত পরিস্কার যে অসাধু ব্যবসায়ীদের বিশেষ স্থানের কেশও কেউ ছিড়তে পারবে না। ব্যবসায়ী সংগঠনগুলো আইনের দারস্থ হলে অতি সহজেই পার পেয়ে যাবেন।

পরিকল্পিতভাবেই এই সকল ব্যবসায়ীদের রক্ষা করার মিশনে নিয়োজিত আছেন বাঁচাল ফারুক। যেমন বিডিআর হত্যাকান্ডের তদন্তকে প্রশ্নবিদ্ধ করবার জন্য পরিকল্পিত ভাবেই বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। বাণিজ্যমন্ত্রী আরো বলেছেন যে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। অতি হাস্যকর কথা। কারন যিনি ব্যবসা জানেন তিনি অন্য নামে ব্যবসা করবেন।

প্রয়োজনে বেনামে ব্যবসা করবেন। তাদের সুবিধা প্রদানের জন্য বাঁচাল ফারুকরা সক্রিয় থাকবেন। ব্যবসায়ীদের জরিমানা করার বিষয়টি আরো হাস্যকর। জরিমানার হিসেবটা পাঠক কল্পনা করে নিতে পারেন এই ভাবে – তুমি অসাধু তাই ১০ টাকার জিনিস ৫০ টাকায় বিক্রি করেছো। এখন বাড়তি ৪০ টাকা থেকে আমাকে দাও ১০ টাকা আর সরকারকে দাও ৫ টাকা।

তোমারও লাভ হলো, আমারও লাভ হল আর জরিমানা আদায় করে সরকার বাহাবা পেলাম। জনগণ পেল এক টিকিটে দুই ছবি দেখার অপার আনন্দ!! অসাধু চিনি ব্যবসায়ীরা আছেন, চিনি ফারুকরাও আছেন। অসাধু ব্যবসায়ী আর বাঁচাল নেতাদের সম্মিলিত সিন্ডিকেট অতি মজবুত। সিন্ডিকেটের তৎপরতা এবার রমজানে দেখলাম, আগামী রমজানেও দেখবো এবং তারপরের রমাজানেও দেখবো। এই সিরিয়াল প্রতি রমজানেই অভিনীত হবে।

দিনে দিনে চিনি ফারুক এবং অসাধু চিনি ব্যবসায়ীদের মজবুত সিন্ডিকেট আরো মজবুত হবে। এদের হাত থেকে কি আমাদের মুক্তি নেই!! কোনদিনই কি আমরা মুক্তি পাবো না!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.