আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া ছেড়েছে জাতিসংঘ তদন্তকারী দল

শনিবার তদন্তকারীরা সিরিয়া ছাড়তে পারেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি। তবে আরো কয়েকটি রাসায়ানিক গ্যাস হামলা অভিযোগের তদন্ত করতে পরবর্তীতে আবার তারা সিরিয়া যাবেন বলে জানিয়েছেন তিনি। সিরিয়ার ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের দুজন কূটনীতিক, আর সেখান থেকে কী কী নমুনা সংগ্রহ করা হয়েছে তা এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন নেসির্কি। নেসির্কি বলেন, “সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য বিশেষায়িত পরীক্ষাগারে নেয়া হবে, সেখানে এগুলো দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা হবে। ” নমুনা পরীক্ষায় কতোদিন লাগতে পারে সে সম্পর্কে কিছু জানাননি তিনি, তবে নমুনাগুলো ভালোভাবে পরীক্ষা করা দরকার বলে জানিয়েছেন তিনি।

“এটা নির্বাচনের মতো কোনো বিষয় নয় যে আপনি দিন শেষে ফলাফল ঘোষণা করতে পারবেন। এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। পরীক্ষাগারে বিশ্লেষণের পরই শুধু এর ফলাফল জানা যাবে এবং পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও বিশ্লেষণ করে দেখতে হবে,” বলেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে নেসির্কি যখন এসব তথ্য জানাচ্ছিলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন তখন নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছিলেন। সিরিয়ায় জাতিসংঘ তদন্তকারীদের কাজের অগ্রগতি সর্ম্পকে দেশগুলোর কূটনীতিকদের অবহিত করছিলেন তিনি।

মুনের সঙ্গে আলোচনা শেষে বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পাঁচ দেশের প্রতিনিধিরা। তবে দুজন কূটনীতিক জানিয়েছেন, সংগৃহীত নমুনা পরীক্ষায় দুসপ্তাহ লাগতে পারে বলে ওই প্রতিনিধিদের জানিয়েছেন মহাসচিব মুন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.