আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া অভিযানের বিপক্ষে জাতিসংঘ

সিরিয়ার সামরিক হামলা পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। হামলার পরিবতর্তে তিনি সিরিয়ায় আরও বেশি মানবিক সাহায্য পাঠাতে সকল দেশকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে জি-টুয়েন্টি দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনের পাশাপাশি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সিরিয়ায় যে কোন সামরিক হামলার বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বান কী মুন বলেন, এ অভিযান হবে একেবারেই অবিবেচনা-প্রসূত। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরণের অভিযানের পরিণতি হবে খুবই মারাত্মক এবং মর্মান্তিক।

জাতিসংঘ মহাসচিব বলেন, সিরিয়ায় তীব্র মানবিক বিপর্যয় দেখা দিচ্ছে। সিরিয়ার জন্য গঠন করা সাহায্য তহবিলে অর্থ সংকট এখন গুরুতর হচ্ছে। যেভাবে সিরিয়ান শরণার্থীদের সংখ্যা বাড়ছে, তাতে শরণার্থীদের জন্য খাদ্য সাহায্যের পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। তিনি বলেন, যদি আরও সাহায্যের ব্যবস্থা করা না যায়, তাহলে লেবাননে শরণার্থীদের জন্য খাদ্য মজুদ যে কোন সময় ফুরিয়ে যেতে পারে, আর জর্ডানে খাদ্য সাহায্য চালানো যাবে আর মাত্র দু সপ্তাহ।

এদিকে সেন্ট পিটর্সবার্গের এই জি-টুয়েন্টি সম্মেলনে সিরিয়ার ব্যাপারে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণে ব্যর্থ হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো।

সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র হামলার জবাবে কি করা উচিত- এ প্রশ্নে বিশ্ব নেতারা ছিলেন মারাত্মকভাবে দ্বিধাবিভক্ত। প্রেসিডেন্ট ওবামার সামরিক অভিযান পরিকল্পনায় সমর্থন জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স, তুরস্ক এবং কানাডা। তবে পুতিনের বক্তব্য- সিরিয়ায় রাসায়নিক হামলার পেছনে কারা, তা স্পষ্ট নয়। সুতরাং, দায়ি কে তা স্পষ্ট না করে কোনো পদক্ষেপ নেওয়া হবে ভুল সিদ্ধান্ত।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.