আমাদের কথা খুঁজে নিন

   

"অপারেশন ব্যাম্বু টু ক্যাসপারস্কাই" (আপডেট)

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
বড় করে দেখুন কাল রাতে মেজাজ গ্রম করে আমার ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০০৯ এর লাইসেন্স কি ব্লাক লিস্টেড হওয়া নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম । View This Link সারাদিন ধরে লাইসেন্স কি যা নামিয়েছিলাম সেগুলো কাজ করছিলোনা । সব ব্লাক লিষ্টেড । শেষে বিরক্ত হয়ে কাল রাতে একটা মিশন এ নেমেছিলাম ।

মিশন নেইম : "অপারেশন ব্যাম্বু টু ক্যাসপারস্কাই" । অতীব আনন্দের সহিত জানানো যাইতেছে যে মিশন সাকসেস ফুল । আশা করি গত ৫ মাস ধরে ক্যাসপারস্কাই এর রস যেমন টিপিয়া চিবিয়া ছিঁড়িয়া খুবলাইয়া গিলিয়া খাইয়াছি তেমনি সারাজীবন খাইতে পারিব । দেখি ব্যটারা কতবার লাইসেন্স কি ব্লাকলিষ্ট করতে পারে । ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি যুদ্ধ করুক ভাইরাসের লগে ।

আর আমি যুদ্ধ করি ক্যাসপারস্কাই কোম্পানির লগে । কোম্পানিরে বাঁশ মারার মজাই আলাদা ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।