আমাদের কথা খুঁজে নিন

   

হাঁটু ভাঙ্গার বাঁকে ।



আমার লেখা প্রথম ব্লগ পোস্টে স্বাগতম। রেড ইনডিয়ানদের উৎসব । তাদের নিজস্ব নাচ গান, শিল্পকর্ম ইত্যাদির এক চমৎকার সমাহার । এ উৎসবকে কেন্দ্র করে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আদিবাসীরা মিলওয়াকিতে এসেছিল, মিলওয়াকি নামটাও একটা রেডইন্ডিয়ান নাম । তাবত আমেরিকাতে এরা এখন সংরক্ষিত এলাকায় থাকে।

নিজ দেশে কারাগারে বাস । ইতিহাস বড় নির্মম, সারা দুনিয়াতে অভিবাসী ইউরোপীয়রা ( মার্কিনীরা ) দৌড়াত্ব করছে যাদের হাতে ইন্ডিয়ানদের রক্ত। জাতীয় সংগীতে গাওয়া হয় মুক্ত দেশের গুনকীর্তন, আসলে দেশটিকে আদিবাসী মুক্তকরণ। কারো দয়ায় বেঁচে থাকলে যেমন দাস মনবৃত্তির কারণে মানুষ শিকড়হীনে পরিণত হয় ইন্ডিয়ানদের অবস্হা অনেকটা তাই। সারা যুক্তরাষ্ট্রের ক্যাসিনোগুলো আদিবাসীরা চালায়,এটা তাদেরকে দেয়া একটা উপহার!বিভিন্ন মেলায় তারা পশুপাখির চামড়া, পেখম, শিং ইত্যাদির তৈরী অথবা কাঠের, হাতির শুড়ের আরো হরেকরকম জিনিসের পসরা নিয়ে আসে।

আর আমেরিকানরা ভিন্ন স্বাধের নিমিত্তে মেলায় ভিড় করে। আমেরিকায় আসার পরে প্রথম রেড ইনডিয়ানদের দেখলাম, একটি জনগোষ্ঠীর ধ্বংসাবশেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.