আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটি ছেলেটা # ১৫

সুখীমানুষ

মেয়েটি ছেলেটা # ১৪ মেয়েটি আচরনে ক্বদাচিৎ ভদ্রতাবোধ মানে ছেলেটি ঐ অল্পতেই আশার তরী বাধে। মেয়েটি আষাঢ়ের আকাশের মত অনিশ্চৎ ছেলেটি ঢায় শরৎ গগনে মেঘের ভেলা। মেয়েটি কী কথায় কে ব্যাথা পেলো দায় নেই ছেলেটি সদা ভয় পাছে কেউ কষ্ট পায় মনে। মেয়েটি অল্পতেই আপন করতে জানে মেয়েটি পায় এত এত জনের এত এত ভালোবাসা। মেয়েটি অল্পতে ভুলেও যায় মেয়েটি তবু থাকে সবার মনে, সবার আশায়। ছেলেটি মুখচোরা আবার বাচালও বটে ছেলেটি অপছন্দের নয়, পছন্দও কি কেউ করে? ছেলেটি একা, কেউ কিছু আশা করে না তার কাছে । ২৩-৯-০৯, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।