আমাদের কথা খুঁজে নিন

   

যাযাবর থেকে অর্থনৈতিক উদ্বাস্তু, প্রবাসীদের নিয়ে কিছু কথা।

কখনো দানব কখনো মানব

অনেক সাত পাঁচ ভেবে সিদ্ধান্ত নেয় একজন মানূষ তার নাড়ীর টান ছিন্ন করার। অনেকের বিকল্প ছিল। অনেকে উচ্চ শিক্ষিত । দেশে হয়তো পরিশ্রম করলে একটা নাম যশ হতে পারতো। বাঁধা......বাঁধা...........আর বাঁধা............. কোন কিছুতেই পেরে উঠে না।

শিক্ষিত একজন মানূষের আত্ম মর্যাদাবোধে আঘাত লাগে। কেন এই লেখাপড়া কোথায় যেন এই শিক্ষার কোন মূল্যায়ন হয় না। শুধু কি একজন হাজারে হাজারে। কি ডাক্তার কি ইন্জিনিয়ার কি বৈজ্ঞানিক অনেকে দেশে সম্মান বা কাজের সূযোগ না পেয়ে প্রবাস জীবন এক কঠিন জীবন অপমানজনক দ্বিতীয় নাগরিকত্ব এর জীবন গ্রহন করতে বাধ্য হয়। শুধুই কি অর্থনীতি এর জন্যে দায়ী না অন্য কিছু।

একে মেধা পাচার না বলে মেধা তিরস্কার বলা যায়। উচ্চ শিক্ষা যেখানে সোনার হরিণ, তার নায্য পাওনা বা মর্যাদা তাকে না দিয়ে প্রবাস জীবন বাধ্য করার জন্যে দায়ী কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।