আমাদের কথা খুঁজে নিন

   

মফিজ......

ভাল পাঠক, খারাপ লেখক।

আজ যারা ঢাকা বাইরে থেকে হাজারো মানুষ, যাদের ঘামে ভেজা শরীর ঢাকা শহর কে আজ ঢাকা বনিয়েছে, তাদেরকে "মফিজ" বলে গালি দিচ্ছেন তাদের উদ্দেশে বলছি। বিদেশ এসে বুঝতে পারি আমরা ( বাংলাদেশীরা ) কত সংকীর্ন মনের মানুষ।এখানে এসে কেউ সিলেট, কেউ ঢাকা, কেউ যশোর সমিতি করে নিজ নিজ শহরের নামে পরিচিত হতে চাই। আমরা ছাড়া সব দেশের মানুষই তার দেশের পরিচয়ে পরিচিত হয়। তাই বলছি নিজেকে বাংলাদেশী ভাবুন।Amrican রা যেমন বলে I am proud to be an Amrican. ওভাবেই বলুন I am proud to be a Bangladeshi not proud to be a Dhakya. আর তা না হলে সারা জীবন মানষে আপনার বাপ দাদারে গালি দিবে কারন আপনার বাপ দাদা নিষ্চয় অন্য কোথা থেকে এসেই এই ঢাকা শহরে বাস গেডেছিল।An way আমি একজন USA immigrant citizen আমাকে কিন্তু এখানে কেউ মফিজ বলে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।