আমাদের কথা খুঁজে নিন

   

মফিজ ক্যানভাসার ১৮

১৮ বশির: ‘কিরে বাপ্পি, তুই নাকি টুনিকে পারফিউম দিয়েছিস ? বাপ্পি: ‘হ্যাঁ দিয়েছি তাতে কি হয়েছে ?’ বশির: ‘দে কিন্তু আমার নাথে মিথ্যা বললি কেন ? তোকে একটা কথা স্পষ্ট বলে দেই, এই এলাকায় কোন মেয়ের সাথে সম্পর্ক করতে হলে আগে আমাকে জানাতে হবে। এর বেশী কিছু বললাম না। ’ বশির নিজেকে নেতা মনে করে কিন্তু নেতার যে বৈশিষ্ঠ্য তার কোনটাই ওর নেই। স্বভাবে উগ্র প্রকৃতির। অনাধিকার চর্চা তার একটা বাতিক।

পেশি শক্তি দিয়ে সব জয় করতে চায়। বাংলাদেশের বর্তমান নেতারা আদর্শ কোন নেতার বৈশিষ্ঠ্যের হয় না। এ দেশে নেতা হবার বড় বৈশিষ্ট্য মারামারি-কাটাকাটি জানতে হবে, দূর্ণীতি করতে জানতে হবে, অল্পতে টাকা উপার্জন করে বড় লোক হওয়ার ফন্দি জানতে হবে। বশির এসবের ট্রেনি পর্যায়ে আছে। বাংলাদেশে ছাত্রাবস্থায় অস্ত্রচালতে না জানলে বড় নেতা হওয়া যায় না।

তাই সামান্য কিছুতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের অস্ত্রের মহড়া এবং ব্যবহার হারহামেশাই দেখা যায়। হয়তবা তারাই এদেশের ভবিষ্যৎ লিডার। তারা বাংলাদেশর পৃথিবীর এক নম্বর দূর্ণীতিগ্রস্থ দেশের শ্রেষ্ঠত্ব ধরে লাখবে। অবশ্য আমারা এ ধরনের লিডার চাই না। একদিন টুনি বাপ্পিকে বললো, ‘আপনি আর কখনও আমার সাথে রাস্তা-ঘাটে দাড়িয়ে কথা বলবেন না।

অনেকে আপনার সাথে কথা বলতে দেখলে বাজে কথা বলে। আমি চাই না কেউ আমাকে অযথা বাজে কথা বলুক। আমার সাথে কথা বলার দরকার হলে বাসায় আসবেন। ’ আগের প্রশ্নের সঠিক উত্তর: তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ প্রশ্নঃ প্রথম সপ্তাহের আয়ের দিক থেকে হলিউডের সেরা ব্যবসাবহুল ছবি কোনটি ? উত্তর: আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।