আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

সৈয়দ আফসার লোহা লোহার সাথে কাঠের সম্পর্ক দেখে তোর বুঝি বেশ লাগছে পাশচোখে তুই হাসলেই লোহার শক্তি ঠেলে সলাজে মরচা ধরে রাখে স্টিলে কাঠ-লোহার মূল্যাবোধ হউক গুমরসম্মত ইস্পাত ইস্পাতের স্রোতে পরস্পরার কিছু ধার তুলে ছুঁড়ে দিলাম চুপচাপ; ঠেকা কাম কেবল চলে সন্নিকট বেশ নিরাপদ, কিন্তু পৌরহিত্যে-শরম! কাঁধে ঠেলে রাখছি, পোড়াবাড়ির কানাঘুষা তোর জন্য ঢেকে রেখেছি নকল স্পর্শলিপ্সা চুম্বক চুম্বকের আর্কষন ধরে-রাখ শোষণক্ষমতা বিপরীত মেরুর সঙ্ঘবোধ টানেল পাতা ইচ্ছে শিকে কাঁদুক নম্রতার চুম্বাকর্ষণ দিনভর তাক্ করে রাখি স্পর্শের ঘ্রাণ... পার্শ্ব-প্রতিক্রিয়া ভাল থাক, দংশন হউক নিদ্রা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।