আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সুখের সংসার!

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
সকাল বিকাল ঝগড়া ঝাটি বউয়ের সাথে আড়ি, আমি যদি ধমক লাগাই,ও দেয় মাথায় বাড়ি! আমি যদি চুল টেনে দেই,ও দেয় কানে টান, কথায় কথায় ভয় দেখিয়ে বের করে দেয় জান! আমি একটু চিমটি দিলে ও ধরে দেয় খামচি, তার ভয়ে এই যে দেখুন দরদরিয়ে ঘামছি! আমি একটু অসুখ দেখাই,ও হয়ে যায় ফিট, সহজ সরল পেয়ে করে আমার সাথে চিট! আমি হাতে লাঠি নিলে ও হাতে নেয় দা, আমি বলি মজা করছি তাও বোঝে না,যাঃ! কথায় কথায় ভাঙ্গতে থাকে হাড়ি পাতিল ঘটি, আমি হাতে সেন্ডেল নিই,ও হাতে নেয় চটি! আমি ওরে ‘চুন্নি’ ডাকি,ও আমারে ‘শালা’, কিছু হওয়ার আগেই ও দেয় রান্নাঘরে তালা! চিনি চাইলে লবনটা দেয়,মধু চাইলে কদু, ভূত সেজে রোজ ভয়টা ওরে দেখাই শুধু শুধু? একটুখানি খোঁচা দিলেই বারুদ জ্বলে আগুন, আমার মত কে কে আছে এবার সবাই জাগুন!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।