আমাদের কথা খুঁজে নিন

   

যাকাতের কথা

আল বিদা

আমার কাছে যাকাতের একটা এক্সেল ফরম্যাট আছে যা দিয়ে খুব সহজেই আমি আমার যাকাত হিসেব করতে পারি। যত টাকা যাকাত আসে তা দেয়ার ক্ষমতা আমার নাই। কারন বিয়ে উপলক্ষে যে স্বর্ন হয় তার ব্যয়ভার বহন করার যোগ্যতা আপাতত আমার নাই। তবুও সারা বছর ধরে অল্প অল্প করে যাকাতের পুরোটা দেয়ার চেষ্টা করি। আমাদের দেশে অনেক মানুষই যাকাত দেয়।

আমাদের এলাকায় একটা বিশেষ বাড়ির সামনে ঈদের ৩ দিন আগে থেকে অবিরাম ভীড় লেগে থাকে। কবে তিনি যাকাত দিবেন আর তারা ১টি করে শাড়ি/লুঙ্গি পাবে। ঐ ভদ্রলোক মহৎপ্রান। তাই এতগুলো মানুষকে যাকাত দান করেন। আরও অনেকেই গ্রামে গিয়ে অকাতরে শাড়ি/লুঙ্গি দান করে।

এতে গ্রামের সবারই কিছু না কিছু কাপড় হয়। যদিও যাকাতের শাড়ির সাইজ ছোট থাকে বলে ঠিক পরিধেয় হয় না। তবুও তো কিছু পেল। আমার কাছে মনে হয় যাকাত এভাবে অকাতরে না দিয়ে অল্প কয়জনকে বেশী করে দিলেই ভাল। ধরা যাক এক ভদ্রলোক ১ লাখ টাকার যাকাত দেন।

তিনি হয়ত এ দিয়ে ১০০০ টি শাড়ি/লুঙ্গি দান করে ১০০০ জনের উপকার করেন। তা না করে তিনি যদি ১০ জনকে ১০,০০০ টাকা দিয়ে কোন দোকান বা রিকসা কিনে দেন তাহলে পরের বছর তার যাকাতের খাতা থেকে ১০টি নাম বাদ গেল। এভাবে পরের বছর অন্য ১০ জনের জন্য এই বরাদ্দ রাখলেন। এক গ্রামে যদি এমন ১০ জন থাকে তবে যাকাত দেয়ার সংখ্যা কমে আসতে বেশী দিন লাগার কথা না। আবার যদি গ্রাম বা এলাকার সবার যাকাত একসাথে করে দেয়ার ব্যবস্থা করা যেত তাহলে ভালই হত, যদিও এতে কিছু জটিলতা আছে।

*কারও যদি যাকাত হিসাবের ফরম্যাট প্রয়োজন হয় তবে মেইল এড্রেসট দিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.