আমাদের কথা খুঁজে নিন

   

জাকের পার্টি সম্পর্কে জানতে চাই

কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট,বন্ধু, পরকে করিলে ভাই।

জাকের পার্টি সম্পর্কে কেউ কি কিছু জানেন? জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিল কি একই জিনিস। জাকের পার্টি সম্পর্কে যে সকল অলৌকিক কথা কল্প কাহিনী শুনা যায় সেইগুলি আসলে কি? গ্রামের সাধারন মানুষের মধ্যে এই অলৌকিকতা খুব বেশি প্রভাব ফেলছে, আমি প্রতিদিন নতুন নতুন কাহিনী দিয়ে আমার ভান্ডার পূর্ন করছি। কিন্তু জাকের পার্টি সম্পর্কে আমি কিছুই জানি না। শুধু এতটুকুই জানি-- যিনি প্রতিষ্ঠাতা তিনি মারা গেছেন, তার কবর নিয়ে মাজার তৈরী হয়েছে।

তার ভক্তরা প্রতি বছর ফরিদপুরে যায় জিকির করতে। তার ছেলে ফয়সাল এখন বোধ হয় প্রেসিডেন্ট বা পীর যিনি অক্সফোর্ডে লখাপড়া করেছেন। তার পিতার মৃত্যুর পর তিনি পীর হন। তার ছেলে মেয়েরা সব ইংল্যান্ডেই থাকে। এবারে আমার শোনা কাহিনী গুলি বলি--গ্রামের লোকজন যারা ফরিদপুরে যাবে তারা বাঁশ দিয়ে ভেলা বানায়।

সেই ভেলায় একজন মানুষ থাকার মত সব কিছুই থাকে । চুলা থাকে চাল, ডাল , তেল, নুন সব কিছু নিয়ে ভেলায় চড়ে। সেই ভেলা নিয়েই ফরিদপুরে যায়। তা যে কয়দিন লাগে লাগুক। সেখানে মানুষ খুব সুশৃংখল ভাবে থাকে চলা ফেরা করে, কেউ উচ্চস্বরে কথা বলে না।

এত্ত লক্ষ লক্ষ লোক হয় কিন্তু কোন হৈ চৈ নেই। এ সবই পীরের জন্য। সেখানে কেউ তার স্বার্থ চিন্তা করে না সবাই সবার। ---আমার কথা হল এই মানুষগুলি যদি সেখানে এত ভদ্র থাকে তবে বাইরে এসে এত অভদ্র কেন হয়? কেন মিথ্যাচার ঝগরা ফ্যাসাদ সব সময় করে বেরায়? আরও আনেক কাহিনী আছে। আগে জাকের পার্টি সম্পর্কে জানি তার পর বলব।

না জেনে কিছু বলা উচিৎ নয়। হয়ত এর মধ্যে ভালো কিছু আছে!? কিংবা -- আপনারা এই ব্যাপারে কেউ কিছু জানলে বিস্তারিত জানালে খুশি হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.