আমাদের কথা খুঁজে নিন

   

রামপাল বিদ্যুৎ প্রকল্প আত্দঘাতী : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত সুন্দরবনকে ধ্বংস করার একটি আত্দঘাতী প্রকল্প।

গতকাল এক বিবৃতিতে এ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গর্ব প্রকৃতির বিশাল অবদান সুন্দরবনকে সুরক্ষার চিন্তা না করে সরকার বাগেরহাট জেলার অন্তর্গত রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এটা সুন্দরবনকে ধ্বংস করার একটি আত্দঘাতী প্রকল্প। গোটা দেশের মানুষ সরকারের এই অদূরদর্শী সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে। এরশাদ বলেন, সুন্দরবন শুধু ঐতিহ্যই নয়, দেশবাসী এই প্রকৃতির বনভূমিকে আল্লাহর দান হিসেবে মনে করে। সেই রকম অমূল্য সম্পদ এতটুকু ক্ষতিগ্রস্ত হোক তা জাতি কোনোভাবেই মেনে নিতে পারে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশে অনেক উপযুক্ত জায়গা আছে। কিন্তু সেটা সুন্দরবনের কাছে কেন স্থাপন করতে হবে? এ বনভূমির পরিবেশ বিনষ্ট হওয়ার মতো কোনো পদক্ষেপ বাস্তবায়ন করার পরিকল্পনা আমরা মেনে নিতে পারব না। দেশের মানুষ যা চায় না সে ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। অবিলম্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.