আমাদের কথা খুঁজে নিন

   

প্রজন্ম চত্বরের আন্দোলন এবং আমেরিকার সলিডারিটি

আমি একজন অলস মানুষ। কথা বেশি বলি। কাজ করি কম। তবে নিজের পায়ে হাটি। শাহবাগ এর আন্দোলন আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সৃষ্টি করেছে এক গনজোয়ার বিশ্ব জুড়ে।

রাজপথ ছাড়বনা, এ জোয়ার থামবেনা। জয় বাংলা। এ আন্দোলন নিয়ে দেখা গেছে হোয়াইট হাউসের সাইটে একটা পিটিশন করা হয়ছে এইখানে ক্লিক করুন । এ নিয়ে অনেকে অনেক কিছু লিখছেন। যেমন টিভি পাগলা লিখেছেন।

পিটিশন এর ব্যাপারটা ঠিকই আছে। আমি আজকে সকালে হোয়াইট হাউসের সাইটে ঢুকে দেখলাম। বিষয়টা আমার ভালই লেগেছে। কারণ আমেরিকার পাশাপাশি বিশ্বের অনেক দেশের বিভিন্ন ইস্যু নিয়ে এখানে পিটিশন করা হয়। সবাই সেখানে যার যার মত সাইন দেয়।

এটা কিছুটা গন সাক্ষরতার মত। সাধারনের মতামত যাচাইয়ের একটা মাধ্যম বলা যেতে পারে। এটা হল আমেরিকান গনতন্ত্রের একটা নির্দশন..... Your collective voice is heard....... কিন্তু আমার আপত্তি অন্য জায়গায়। এ আন্দোলনটা হচ্ছে ৭১ এর মানবতা বিরোধীদের বিরুদ্ধে। পাকিস্তান গন হত্যা চালিয়েছে।

তাদের দোসররা (যুদ্ধাপরাধীরা) তাদেরকে সাহায্য করেছে সেই গনহত্যায়। তাই আজকে তাদের বিরুদ্ধে এই আন্দোলন। কিন্তু আমরা কিভাবে ভুলে যাই, এই আমেরিকানরাও তখন আমাদের সাহায্য করেনাই। বরং পাকিস্তানিদেরকে অস্ত্র, গোলাবারুদ, আর্থিক সাহায্য দিয়ে এ ধরনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক ভাবে প্রচণ্ড চাপ প্রয়োগ করেছিল।

সেই সাথে তাদের সৈন্য সেনা দিয়ে আক্রমনের চেষ্টার খবরও শুনা গেছে। হুম। তখন পেরেছে। কারণ বাংলাদেশ নামে কোনও দেশ তখন ছিলনা। একটা পরাধীন রাষ্ট্রের উপর তৎকালীন সর্ব বৃহৎ পরাশক্তির দেশ, আরেকটি শক্তিশালি দেশকে সমর্থন দিবে এটাই স্বাভাবিক।

যদিও মানবতার কথা চিন্তা করলে, সততার কথা চিন্তা করলে কি করা উচিৎ ছিল টা সবারই জানা। বলা যেতে পারে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়কার বাংলাদেশের দ্বিতীয় শত্রু দেশ ছিল আমেরিকা। আজকে যখন আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভোওমত্ব পেয়েছি, নিজের লাল সবুজের পতাকা পেয়েছি, নিজেরা যখন এভারেস্ট জয় করছি - তখন কেন আমরা তাদের কাছে হাত পাতার কথা চিন্তা করব? আজ কেন তাদের কাছে সলিডারিটি চেয়ে পিটিশন দাখিল করব? বরং আজ তাদের দেখিয়ে দেয়ার সময় খুব সন্নিকটে। বিশ্বকে জানান দেয়ার সময় এসেছে দেখ - আমরা আমেরিকাকে ছাড়া ৭১ এ পেরেছি, ১৩ এ পারছি এবং ভবিষ্যতেো পারব। ইনশাল্লাহ।

আমি এই লেখাটা একান্তই আমার ব্যাক্তিগত মতামত থেকে লিখেছি। যদি আমি ভুল বুঝে থাকি, দয়া করে গঠন মুলক মন্তব্য করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.