আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয় ৬৮

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) স্ত্রীঃ জানো তো কাল রাতে আমি একটি দারুন স্বপ্ন দেখেছি। স্বামীঃ কী স্বপ্ন? স্ত্রীঃ তুমি এবারের ঈদে আমার জন্যে অনেক শাড়ী,দারুণ জুতো আর বাহারী ডিজাইনের গয়না কিনে এনেছো। স্বামীঃ আমিও একটা দারুণ স্বপ্ন দেখেছি। স্ত্রীঃ কী? স্বামীঃ ওগুলো কেনার বিল তোমার বাবা হাসিমুখে মিটিয়ে দিলেন। (২) প্রশ্নঃএক স্বামী আর এক গাধার মধ্যে তফাৎ কী? উত্তরঃএকজন স্বামী গাধা হতেও পারে কিন্ত একটা গাধা এতটা গাধা নয় যে, সে কারো স্বামী হবে। (৩) বাক্যকে কোঁচা পরিয়ে সং সাজানো=বাক্য সংকোচন। কয়েকটা বাক্য সংকোচনের উদাহরণঃ ডুবে ডুবে উড়ি=ডুবুরী জলের বিদ্যুৎ=নিরঙ্কুশ বর যেখানে গর্জায়=গহ্বর অতিরিক্ত আচার খান যিনি=অত্যাচারী গৌরভের পতন=গর্ভপাত যার আন্দাজ দীর্ঘ নয়=গোলন্দাজ একথালা আলু=আলুথালু অন্তরের প্রথম বেদ(ঋক্)=আন্তরিক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।