আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানে একদিন



প্রথম বারের মতো বেয়াই-বেয়ানের আগমন উপলে আমার শাশুড়ি নানান আয়োজন। সবাই যেন এক সংগে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন মেহমানদারীতে। খাওয়ার পর্ব শেষ করে চটপট বিছানায় শরীর এলিয়ে দিলাম সবাই মিলে। কেননা কাল সকালে ঘুম থেকে উঠেই যেতে হবে সমূদ্র দর্শনে এবং সিডিউল মোতাবেক সকাল দশটার মধ্যেই বেরিয়ে পড়তে হবে ফয়েস লেক ভ্রমনের উদ্দেশ্যে। কান্ত শরীর তাই বোধহয় ঘুমটা দেরীতেই ভাঙল।

ঘড়ির কাটায় ঠিক ৭:৩০ মিঃ। তড়িৎ গতিতে উঠে পড়লাম নরম বিছানা ছেড়ে। আগেই উঠে গেছেন আমার অতি উৎফুল্ল বাবা। শুধু আয়েশ করে ঘুমাচ্ছে আমার গিণিœ, হাল্কা ডাকে কোন সাড়া পেলাম না। আম্মাকে ঝটপট রেডি হতে বললাম।

চিটাগাংয়িও রীতি মোতাবেক শাশুড়ি খুব ভোরেই রান্নাঘরে ঘুডুর ঘাডুর শুরু করে দিয়েছেন। আমি ব্যস্ত আব্বা আম্মাকে নিয়ে দ্রুত সমূদ্র পাড়ে যাওয়া আর আমার শাশুড়ি আম্মা ব্যস্ত বেয়াই বেয়ানকে চা-নাস্তা খাওয়ানোতে। কি আর করা অগত্যা হেরে গেলাম আব্বার মুখের দিকে চেয়ে, তার হয়তো খুব ুধা লেগেছিল। ওদের বাড়ির ঠিক পাশ ঘেঁষে চলে গেছে মালবাহি ট্রেন লাইন ঢাকা টু-চিটাগাং বন্দর। কেহ যদি বিনা ভাড়ায় ঢাকা-চট্টগ্রাম ভ্রমন করতে চান আর যদি তার সময়ের ব্যপারে কোন তাড়া না থাকে তাহলে নিশ্চিন্তে মালবাহী ট্রেনে ভ্রমন করতে পারেন।

তবে যাত্রা শুরুর আগে পর্যাপ্ত খাবার এবং বালিশ- কাথা সংগে নিয়ে ওঠা ভাল। টয়লেটের বেগ এলে চমৎকার ভাবে পাছা ঝুলিয়ে মল বিয়োগের ব্যবস্থা আছে। কেহ আপনাকে দেখল কিনা তা নিয়ে ভাববার দরকার নাই বরং চেষ্টা করবেন আপনি যেন কাউকে না দেখেন। দু একটা পাগল এবং টোকাই আপনাকে গোটা পথ একাকিত্বের হাত থেকে বাচাঁবে এতে সন্দেহ নাই। তাই এই বিলাস বহুল ভ্রমনের জন্য আপনার আমন্ত্রণ রইল।

চলবে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।