আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানে নয়া বান্দর !! (ছবি ব্লগ)

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !!

কদিন আগে বান্দরবানে বেড়াতে গেছিলাম ! জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা ! যদিও বেশ খানিক কষ্ট হয়েছে তবুও এই অভিজ্ঞতার কোন তুলনা নাই ! আমাদের ট্যুরটা ছিল বান্দরবান থেকে প্রথমে রুমাতে এবং সেখান থেকে বগা লেক ! ওখান থেকে কেওক্রাডং ! তারপর জাদিপাই ঝর্ণা ! তারপর বাকলাই থেকে তাজিংডং তারপর সেখান থেকে শেড়কর পাড়া হয়ে থানছি ! থানচি থেকে আবার বান্দরবান ! এই ছিল ট্যুরের রুট ! কিছু ছবি তুলেছি ! আজকে কিছু দিলাম এই পোষ্টে ! রুমা যাওয়ার পথে বাস কিছুক্ষনের জন্য থেমেছিল এই খানে ! কি যেন নামটা জায়গাটার ! মনে নেই ! বড় ভাই এই দাদীর সাথে একটু ভাব করার চেষ্টা চালাচ্ছে ! বাস এই ব্রীজ পার হয়ে এসে থেমেছে ! এর পর আমরা ট্রলারে করে যাবো রুমাতে ! সেখান থেকে আমাদের আসল যাত্র শুরু হবে ! বগা লেকে যাওয়ার পথে চাঁন্দের গাড়ি নষ্ট হয়ে গেছিলো ! না । আমাদের গাড়ি না ! আমাদের সামনে যে গাড়িটা ছিল সেইটা ! আমাদের ড্রাইভার তখন ইঞ্জিনিয়ার হয়ে ঐ গাড়ি ঠিক করতেছে ! আমরা বসে আছি তার পথ চেয়ে ! আমাদের প্রথম হাটা শুরু ! বগা লেকে যাওরার পথে ! যাওয়ার পথে আরো একটা দৃশ্য ! আরো একটা আরো একটা ! আমার বন্ধু বগা লেকের দিকে তাকিয়ে আছে ! এই সৌন্দর্য নিজ চোখে না দেখলে আসল সৌন্দর্য বোঝা যাবে না ! আরো একটা বগা লেকে আমি একটু ভাব নেওয়ার চেষ্টা করেছি !! কেওক্রাডং এ যাবার পথে আমরা এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম ! তখনই একটা মাত্র মহিলা অভিযাত্রী দেখলাম ! বলতে গেলে মাত্র একজন মহিলা অভিযাত্রী ! আমাদের গাইড ! নাম স্যাংবাই ! কেওক্রাডং এর উঠার আগে আমরা আমরা পাঁচ অভিযাত্রী ! কেওক্রাডং উঠার সিড়িতে ! কেওক্রাডং এর চুড়া থেকে তোলা কিছু ছবি ! আরেকটা ! সাথে আরও একটা ! দুরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে রাস্তা !! জাদিপাই ঝর্না !! আরেকটা সন্ধ্যাবেলা দুর পাহাড়ের ছবি ! ভোরের পাহাড় ! আমরা আবার পাঁচ অভিযাত্রী ! বৃষ্টির ভিতর ! আজকে আপাতত এখানেই থাক ! আরো কিছু ছবি আসে পরে আবার দিবো !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।