আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানে একদিন



আম্মার শরীর বিশেষ ভাল না তারপরও তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে, উৎফুল্লতো হবারই কথা; দুই ছেলের কাছে আসলে আম্মার রোগ অর্ধেক উধাও হয়ে যায়। রাতের ডিনার সেরে ছোট্ট একটা ব্রিফিং দিলাম, আগামিকাল কখন কোথায় যাব এসব আর কি...। সকাল সকাল ঘুমিয়ে পড়লাম এক ধরনের টান টান উত্তেজনা বুকে নিয়ে। ঠিক হল দুপুরের গাড়িতে উঠব। টুকিটাকি যা যা নেওয়ার দরকার সব ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে বললাম, দুপুরের খাওয়া ১২ টার মধ্যে সারা চাই কেননা দুপুর দুইটার মধ্যে গাড়িতে উঠতে না পারলে কুমিল্লা পার হতেই রাত হয়ে যাবে।

আমি স্বচে দেখতে চাই আব্বার প্রথম পাহাড় দেখার অনুভূতি। সকাল নয়টায় অফিস, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আল্লাহ্র নামে রওনা হলাম। সারা পথে এক অজানা টেনশন, অফিস গিয়ে কি কোন নতুন ঝামেলাম পড়ি ! হায় আল্লাহ্ আজকের মতো মাফ করো; ছোট ভাই মাসুদকে নিয়ে আমরা মোট পাঁচজন। এক সাথে এতোগুলো ভাল সিট না ও পেতে পারি, সুতরাং অফিস যাবার পথেই টিকিট কনফার্ম করতে হবে। ফকিরাপুলে অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে, প্রথমে এস আলমের কাউন্টারের ভিতর ঢুকলাম, দুইটার গাড়িতে কোন সিট ফাঁকা নাই।

অবশেষে আড়াইটার গাড়িতে প্রথম সারির পাঁটটি সিটই পেয়ে গেলাম। চলবে........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।