আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয়‌ ৬৭

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) শাশুড়ি মানে কি, সুর করে শাসায় যে বুড়ি? হতেও পারে আবার না-ও হতে পারে। কোন এক ঝগড়ুটে শাশুড়িকে গলা টিপে হত্যা করেছে তার জামাই।

আদালতে বিচার চলছে। বিচারক রায় দিচ্ছেনঃ অর্ডার,অর্ডার, আপনারা সব চুপ করুন, আমি এখন এই মামলার রায় দেব। আসামীর দিকে তাকিয়ে তিনি বললেনঃ আইনের চোখে আপনি অপরাধী কিন্তু সমাজের চোখে আপনি প্রতিবাদী। আপনাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েও আমার আপশোস হচ্ছে, আহা আজ যদি আমি আপনার জায়গায় থাকতাম। (২) এটিও একটি শাশুড়ি হত্যার মামলা।

আদালতে বিচার শেষে বিচারক রায় দিলেনঃ আপনাকে আমি বেকসুর খালাস দিতে পারলে তৃপ্তি পেতাম কিন্তু আদালতের এজলাসে আমার শাশুড়ি উপস্থিত আছেন, তাই আত্মরক্ষার্থে আপনাকে আমি ১২ বছর সশ্রম কারাদন্ড দিলাম। (৩) কয়েকটি বাক্য সংকোচনঃ দূরের ঘটনা=দূর্ঘটনা। যাদের বয়স একশো থেকে কুড়ি বছর কম=বিশ্বাসী সৌরজগৎকে আচার ভাবেন যিনি=স্বৈরাচারী দম ফেলতে ভয় পান না যিনি=দাম্ভিক দেবতাদের মদ=দেবদারু ন্যাকড়ার মনুষ্যরুপ=নেতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।