আমাদের কথা খুঁজে নিন

   

সুখের দিনও ভিক্ষা

জানি পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে তবুও পৃথিবীর রঙলিলা মেথে আছি। হেই প্রভু আমাকে ক্ষমা কর, এই পাপিকে হেদায়েত কর।

আমি পেটনীতি, আমার ভাই পেটপাটি। আমার ভাই আমাকে বলে, ভাইয়া মামাদের বাড়ীতে কত আআআআআআআ ম, আমি বলি খেয়েছো নাকি ? সে বলে না দেবে বলছে। ভাইরা আমার, খালেদা বলেন, হাছিনা বলেন, এরশাদ বলেন, ইউনুছকে বলেন, বাংলাদেশের কাওকে সৌদি রাজ পরিবার ভালবাসেন না, কারন তারা মনে করেন বাঙ্গালি বলতেই চোর,কথায় আছে দশ এর লাটি এক এর বোঝা, আমি বলবো এক এর চুরি দশ এর কষ্টো।

হয়তো আবদুল্লাহ বিন আবদুল আজীজ বলছেন ইনশআল্লাহ আমি আপনাদের সমস্যা সমাধান করবো,মালীকানা পরিবর্তন করা চালু করবো। আসলে তারা, মন থেকে বর্তমান বাংলাদেশ কে ভালবাসে না। তারা ভাবে বাংলাদেশর বড় বড় রাজনীতিবিদ যারা, তারাই চোর, আর সাধারন মানুষ কি হতে পারে? একটা কৌতুক মনে পড়লো, হাতি আর মাছি। হাতি পায়খানা করলো, কিন্তু দুঃখের বিষয় মাছি টা হাতির পায়খানার নিচে পড়ে গেলো, মাছি তখন কোন ভাবে পায়খানার নিছ থেকে উপরে উঠলো। মাছি চিন্তা করলো, আমি ও জানোয়ার, হাতি ও জানোয়ার, সে যদি আমাকে পায়খানা করে ছাপে রাখতে পারে তা হলে আমি পারবো না কেন ? হাতি তার মনের আবেগ বুঝতে পারলো।

তখন হাতি বললো ঠীক আছে, তুমিও আমার গায়ে পায়খানা করো, আমি তোমার পায়খানার নিছে পরে থাকবো। হাতির মন ভুলানো কথা শুনে মাছি আর দেরি না করে হাতির গায়ে বসে তার দেহ টাকে একটা জাকি দিয়ে খুব জোরে একটা ছাপ দিলো, আর এমনি তে মাছির পেটের নাড়ি ভূড়ি সব বাহির হয়ে গেলো। তাই আমি বলি, আমার মতো যারা পেটনীতি করেন তারা, গাছে কাঁঠাল আর নিচ থেকে গোঁফে তেল মেখে কোন লাভ নেই। সবাই সবাইর পেটের ধান্দা করেন। তাদের মন ভুলানো মধুর কথা শুনলে সুখের দিন ও ভিক্ষা করতে হবে।

অবশেষে মাছির মত মরতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।