আমাদের কথা খুঁজে নিন

   

শাদা কবিতা



এবার, লিখে রাখছি বনভূমি, অথচ লোকালয়ে আমার কোনো শেকড়ও নেই, ডানাও নেই... পাখি! লিখে রাখছি দু’একটা দিন রৌদ্রবিহীন... দূরে আমি যে এই বাড়িতে থাকি- বাড়িটা ভবঘুরে! এবার, এঁকে রাখছি উলুখড় ও চৈত্রপারের হাওয়া যা রয়েছে হাড়ের মজুদ... ও হ্যাঁ কাঠের প্রতিভা! এঁকে রাখছি আসন্ন রাত বা উন্মাদ গলি- গলির শেষে গল্প একা, সে যায় শহরতলি! এবার, লিখে রাখছি ভ্রমাত্মকের দগ্ধ ইতিহাস স্থানীয় আকাশ, অমর দিনাজপুরের মাঠে মৃত জোছনা পড়ে আছে সম্ভাবনার পালে- তাই লিখি এই টেবিলে- মানে, বৃক্ষের কঙ্কালে! আর লেখা সেই শাদা কাগজ, হাওয়াতে যায় উড়ে আমি যে এই বাড়িতে থাকি- বাড়িটা ভবঘুরে। ১৯৯৮ Posted by Godhuli Kollan Songho

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।