আমাদের কথা খুঁজে নিন

   

রাজকুমারী শিশির

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। রাজকুমারী শিশির ------------------------------------------------------------------------ তুমি অনবদ্য, অবরুদ্ধ আমার অপ্সরা শিশির; আমি হলফ করে বলতে পারি, যে কেউ করবে তোমার চরণে মাথা ঠোকার জিকির। রাজকুমারী বসে আছো তুমি পরে নীল শাড়ি, যেন স্বর্গের আকাশে ডুবেছে সূর্য আমার হৃদয়ের সন্ধ্যা হয়ে; আমি পুজো দেব, মাল্য দেব তোমার চরণে, ও আমার ভাগ্যদেবী !! নীলের বেদনা আজো দংশে আমার পথ চলায়, কাঁটা হয়ে রক্ত ঝরায় আমার পায়, সে রক্ত তোমার নীলিমার মত নীল নয়, আমি তাই এই নীলিমা বড় বেশী ভালোবাসি। আমায় খাজনা মুক্ত কর, দিনে দিনে বেড়েছে আমার দীনতা; এবার তবে বর্গা দিতেছি তোমার জমিতে; পুণ্য কর তোমার মৌনতা। তোমার ওই রেশমি চুলের ঘ্রাণ খুঁজে পাই জমির সোনালী ধানে, তোমার ওই লাজে রাঙা অধর চুমিবেনা জানি কখনও আমার হৃদয়ে তীর্থের জলরাশির বানে; ও আমার রাজকুমারী !! উৎসর্গ করছি আমার প্রিয় ভাতিজী ব্লগার সাবরিনা সিরাজী তিতির কে যার অনুপ্রেরণায় কবিতাটি লেখা।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।