আমাদের কথা খুঁজে নিন

   

রাত্রিলিপি : দিকশুন্যপুরের রাজকুমারী

আমার ঘুম না আসা রাতে তোমার ছায়া খেলা করে অন্য ছায়ার সাথে কেনো তা আমি ঠিক জানিনা, কোন একসময় হুট করে আমি আমার ডায়রির একদিন পেজে লিখেছিলাম Princess of Neverland. ক্লাস এইটে পড়তাম তখন, যদিও রাজকুমারীর কোন চিহ্নের ছিটেফোটাও ছিলোনা আমার মধ্যে কিন্তু বয়সটা এমন যে কেউ নিজেকে কল্পনা করে কিছু একটা ভেবে নেয় । দিকশূণ্যপুরের রাজকুমারীর কোন রাজকুমার ছিলোনা । অবশ্য আমারো ব্যাক্তিমালিকানাধীন হওয়ার ইচ্ছে ছিল না । দিকশুন্যপুরে একাই আমার রাজত্ব,দিগভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতাম কে আসবে আমার কাছে পথ হারিয়ে, দিক হারিয়ে? মৌনতা ঘিরে ফেলেছিলো একটু একটু করে আমাকে । নিজেকে শেষ করে ফেলার উপাদানগুলো হাতের মুঠোয় ছিলো,ছোটগল্পের মত শেষ হইয়াও হইলোনা শেষ পর্যায়ে ঝুলে রইলাম ।

আমি একটি সমাপ্তি চেয়েছিলাম, সেটা দুঃখ অথবা সুখের তাতে আমার কিছু যায় আসেনা । কোন উড়ালপঙ্খী ঘোড়ায় চড়ে আসা রাজকুমার চাইনা,সোনার কাঠি রুপোরকাঠি অথবা এক বিশাল প্রাসাদ কিচ্ছু চাইনা । সুখদুখের দাগগুলো দেখানোর কাউকে চাই যে এসে দেখুক এগুলো কি গভীর ক্ষত সৃষ্টি করেছে । আমার চোখ মুছে দেয়ার জন্য আমি তাকে বসুন্ধরা টিস্যু হওয়ার অনুরোধ করবো না, সে যেনো মৃদুভাবে আমার হাত চোখ থেকে গড়িয়ে পড়া জল দেখে,একটু ভালবাসে । আমার অজস্র গান,কবিতা অথবা বইয়ের বিশেষ কোন অংশ কখনো যেনো শেষ না হয় তার জন্য ।

সে যেনো আমার দিকশুন্যপুরে আমাকে শুধু আমাকে চাইতেই এসে পড়ে । আমি আর বেদনার ব্ল্যাকবোর্ডে সুখদুখের গল্প লিখতে চাইনা । শুধু এক অপেক্ষা আমার সবকিছু জুড়ে... প্রিয় একটা গান মনে পড়লো, তুমিহীনা দুপুরে নগরীর গতিময়তা অশান্ত দুচোখে যা দেখি অচেনা সময় এসে চলে যায় ঘড়ির কাটায় ব্যস্ততা তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায় বলো তুমি এমন কেন একবার দেখে যাও, যদি এসে চলে যাও আমি আছি যাবোনা কোথাও. . . . রোদজ্বলা এই দুপুরে অস্থির লাগে আমার এ মন আবেগী মনে আজ মৌনতার আয়োজন আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শুন্যতা তুমি আসবে বলে তাই পাবে স্বপ্নে সবই পূর্ণতা বলো তুমি এমন কেনো একবার দেখে যাও, যদি এসে চলে যাও আমি আছি যাবোনা কোথাও বিকেলের এ প্রহর কাটেনা অপেক্ষায় এ সময় থেমেছে তোমারি শুন্যতায়, তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে আমারই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে. . . . তুমি যদি নাই আসো অপেক্ষা শেষ হবেনা, তুমি যদি নাই আসো কখনো ভোর হবেনা..... গানের লিঙ্ক : Click This Link Bangla Songs/Fuad Bonno/Bonno/Songs/Tumi Hina - Simin.mp3 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।