আমাদের কথা খুঁজে নিন

   

'রাজকুমারী'

বহু দিন পর গান শুনছি LRB’র “রাজকুমারী” । বড়ই পছন্দের গান,কারো কী মণে আছে একই নামে একটা নাটক বানিয়েছিল কেউ? নাটকটিতে অভিনয় করেছিলো তাদের তেমন কারো নাম মণে পড়ছে না । শুধু মণে আছে শমী কায়সারের কথা। অবশ্য গল্পটা মনে আছে । গ্রামের জমিদার বাড়ীতে ভূত আছে বলে myth চালু ছিল।

গভীর রাতে কেউ বেহালা বাজাত,শমী কায়সার গিয়ে শেখানে একযুবক(খুব সম্ভবত তউকির আহমেদ) কে আবিষ্কার করে। নিঃসঙ্গ যুবক,সাথে এক জন চাকর গোছের কেউ। নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছিল পরিবার সবাই কে। একা বেঁচে আছেন,তার মুখখানিও আধ পোড়া তাই ভয় পায় সবাই। গল্পের সব শেষে ঘটনার পরিক্রমায় গ্রামবাসী আবারও আগুন দেয় জমিদার বাড়ীতে।

উদ্দেশ্য যুবকটি কে হত্যা করা। এবার যুবকটি মারা পরে। তারপরও গ্রামবাসীর কানে গভীর রাতে ভেসে আশে বেহালার সুর। credit’র সময় রাজকুমারী গানটা। মজার ব্যাপার হোল EDWARD THE SCISSORHAND’র সাথে নাটকটির যথেষ্ট মিল আছে।

এই মিলগুলোই আজ বহু দিন পর লেখার উৎসাহ দিল। লেখার উদ্দেশ্যঃভাইসব নাটকটি কারো সংগ্রহে থাকলে আওয়াজ দিয়েন স্বর্গ,নরক,পাতাল পুরী যেখানে থাকেন না কেন সংগ্রহ করে নিবো। পুনশ্চঃগল্পে ভুল থাকতে পারে,যারে reference(রায়হান তন্ময় বড় ভাই) হিসেবে নিলাম তার স্মৃতী এখন আমার থেকেও বাজে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।