আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব কায়দায় BBC world service এর শিরোনামে উঠে এল বাংলাদেশের নাম

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

বিশ্বের বড় বড় মিডিয়ায় বাংলাদেশ বরাবরই উপেক্ষিত । তবে , তার ব্যতিক্রম ঘটল আজ , ১লা সেপ্টেম্বর তারিখে , BBC world service এর ওয়েবসাইটে অন্যতম লিড নিউজ হিসেবে বাংলাদেশ উঠে আসার মধ্য দিয়ে । অবাক ব্যাপার হল , ক্রিকেট , গার্মেন্টস বা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত খবরের বদলে বাংলাদেশের এই অর্জনে পুরো কৃতিত্ব আজ আমাদের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের । BBC world service জানাচ্ছে, ৩১ শে আগষ্ট দুপুর ২ টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দ্যশ্যে ঢাকা ছেড়ে যাবার কথা ছিল যে বিমানটির , বিমানটির পাঁচটি টয়লেটের সবক'টি জ্যাম হয়ে যাবার কারণে সেটি ১০ ঘন্টা বিলম্বিত হয় । বিমানের প্রকৌশল ডিভিশনের পরিচালক উইং কমান্ডার বিবিসিকে জানিয়েছেন , এর পেছনে কোন যান্ত্রিক ত্রুটি ছিল না , বরং এর পুরোটাই দায় যাত্রীদের , এবং এটি তাদের টয়লেট ব্যবহারে অজ্ঞতার ফসল ।

পাবলিক টয়লেট ব্যবহারের কায়দায় বিমানের বাংলাদেশী যাত্রীরা বিমানের টয়লেটগুলো অবাধে বোতল , কাপ , টিস্যু পেপার এবং স্যানিটারি ন্যাপকিন নিক্ষেপের ফলশ্রুতিতে বিমানের নিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ে । একজন পাইলটের উদ্ধৃতি দিয়ে BBC জানায় "কেবল মাত্র পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণেই জাতীয় বিমান সংস্থার ফ্লাইটটি স্থগিত করতে হয় " BBC আরও জানায় ৩০ শে আগস্ট জাতিসংঘ এক নির্দেশনায় জাতিসংঘের অধীনস্ত কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে এবং ফ্লাইটে নিয়মিত বিলম্ব এড়াতে বিমান চড়া এড়িয়ে যাবার পরামর্শ দিয়েছে । খবরে বিমানের দুর্নীতি , বেতন প্রদানে ব্যর্থতা , পুরনো এবং জীর্ণ শীর্ণ বিমান এবং জ্বালানীর দাম পরিশোধে বিমানের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে । উল্লেখ্য , শত অভিযোগ থাকা সত্ত্বেও ইতোপূর্ব বিমান কখনও বিশ্বমিডিয়ায় গুরুত্বপূর্ণ খবর হয়ে উঠতে ব্যর্থ হয় । এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটে বিলম্ব বিমানের নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও , টয়লেট জ্যাম করে দিয়ে ফ্লাইট আটকে দেয়ার কৃতিত্বের ফলেই বিমান অবশেষে BBC এর দৃষ্টি আকর্ষণে সক্ষম হল ।

মূল খবরের লিংক : Bangladesh flight hits toilet jam বিবিসির প্রথম পাতায় খবরটি এখনও আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।