আমাদের কথা খুঁজে নিন

   

বিপরীত চরিত্রে অভিনয়

গর্ব করার মত এখন কিছুই চোখে পড়েনা। মাঝে মাঝে মনে হয়, প্রয়োজন আর একটি বিপ্লব

আজ কি লিখব বুঝে উঠতে পারছিলাম না । হঠাৎ মনে পড়লো, আরে এই আমি তো অনেক বদলে গিয়েছি । ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, গতকাল আমাদের পরীক্ষা শেষ হল । পরীক্ষা কেমন হয়েছে সেটা না হয় নাই বললাম (কারণ, যথারীতি খুবই খারাপ হয়েছে) ।

তবে আমি খুব খুশি এই ভেবে যে, অন্তত পরীক্ষা নামক ঝামেলার হাত থেকে তো রেহাই পাওয়া গেল। এখন প্রায় এক মাসের অবসর (যদিও বরাবরের মত অনেক অবাস্তবায়নযোগ্য পরিকল্পনা করে রেখেছি ) । আমার লেখা যে কতটা অগোছালো তা নিশ্চয় এতক্ষণে পাঠকরা বুঝতে পারছেন। শুরু করেছিলাম বদলানো দিয়ে আর এরই মধ্যে প্রসঙ্গ পরিবর্তন ! যা বলছিলাম, বদলানোর কথা । সেটাই বলছি ।

পরীক্ষা শেষে হলে থাকার পাত্র আমি কোনো কালেই ছিলাম না ; যেদিন পরীক্ষা শেষ তার পরদিন-ই বাসার উদ্দেশ্যে যাত্রা । কিন্তু এবারই ব্যতিক্রম । আজ যাওয়া হল না ; হয়ত কয়েকটা দিন পরেই যাব । তবে কি কারণে যাওয়া হল না সেটা এখানে উল্লেখ করছি না । আজ সারাদিন বিষণ্ণ মনে একা একা কি যেন ভাবছিলাম ।

কি যে হয়েছে আমার ! জানি না । এবারের পরীক্ষা শেষটা কেমন যেন নিরানন্দ ভাবে কাটছে । তবে ব্লগের পাতায় লেখার সময় নিজেকে কিছুটা হালকা লাগছিল । যাক, অবশেষে একটা নতুন কিছু তো পাওয়া গেল। পরিশেষে সামহোয়ার-ইন-ব্লগ কে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।

সবাই অনেক অনেক ভালো থাকবেন । শুভ রাত্রি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।