আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয় -৬২

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তাঁর সেক্রেটারীকে ডেকে বললেনঃ শোন, আমি এখন একটা জরুরী মিটিংয়ে ব্যস্ত থাকবো, কেউ এলে কিম্বা ফোন করলে বলে দেবে পরে করতে। সেক্রেটারী বললেনঃ কেউ যদি খুব জরুরী কিছু কথা আপনাকে বলতে চায়? --যে যাই বলুক তুমি না বলে দেবে।

খুব ঘ্যান-ঘ্যান করলে বলে দেবে, অমন কথা সবাই বলে। সেক্রেটারী তাই করতে লাগলেন। একে-একে ফোন আসছে উনি না করে দিচ্ছেন। কিন্তু এক ভদ্রমহিলাকে উনি কিছুতেই ম্যানেজ করতে পারছেন না। অনেক কথা বলার পর সেক্রেটারী যখন কিছুতেই লাইন দেবে না তখন মহিলা ধমকের স্বরে বললেনঃ লাইনটা দেবে কিনা বলো, আমি উনার স্ত্রী ।

সেক্রেটারী অম্লান স্বরে বললোঃ অমন কথা সবাই বলে। (২) ট্রেনের টিকিট পরীক্ষকঃ একি তোমার সাথে তো কেউ নাই তবু তুমি দুটো টিকিট কেটেছো কেন? সুজনঃ এটা আসলে একটা রক্ষাকবচ। টিকিট পরীক্ষকঃ কি রকম? সুজনঃ একটা টিকিট হারিয়ে গেলে আর একটা টিকিট ব্যবহার করা যাবে। টিকিট পরীক্ষকঃ যদি দুটোই হারিয়ে যায়? সুজনঃ তখন সুটকেশ থেকে মান্থলি টিকিটটা বার করবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।