আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রীকে বিক্রমপুরে স্বাগতম

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা আগামী কাল মাননীয় প্রধানমন্ত্রী বিক্রমপুরে আসবেন। ঐতিহ্যবাহী বিক্রমপুরে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বিকেল তিনটায় তিনি মাওয়াতে দুটি উদ্ধারকারী জাহাজ, পদ্মা সেতুর আশ্রয় কেন্দ্র উদ্বোধন করবেন। এছাড়া অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের বালাশুরস্থ জাদুঘর উদ্বোধনের ঘোষণা দিবেন। তবে তিনি বালাশুরে যাবেন না।

তিনি আশ্রয়ন প্রকল্পের মাঠে বক্তব্য রাখবেন। এর আগে মাহি বি চৌধুরী ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ হাসিনাকে তোরণ নির্মাণ করে স্বাগত জানিয়ে বিপদে পড়েছিলেন। আমি আশাবাদী এবারও সরকারী ও বিরোধীদলীয় সকল মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিক্রমপুরের মানুষ অতিথি পরায়ন ও সজ্জন। আমরা আশা করছি তিনি পদ্মা সেতু নির্মাণ, বিক্রমপুরের রাঢ়ীখালে একটি বিশ্ববিদ্যালয় নিমাণ, বিক্রমপুরে গ্যাস সংযোগ প্রদান, উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, এ অঞ্চলে শিল্প এলাকা গড়ে তোলা, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে ভূমিকা রাখবেন।

আমরা তার কাছ থেকে রাজনৈতিক সংঘাত থেকে উত্তরণের পথ আশা করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.