আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুততম মোবাইল ফোন ছাড়বে সুইডেন-নরওয়ে

এই ব্লগে জামাত-শিবির শুয়োরের বাচ্চারা ভুলেও নাক ডুবানোর চেষ্টা করবি না
বিদ্যমান দ্রুততম নেটওয়ার্কের চেয়ে শতগুণ গতির নেটওয়ার্কের মোবাইল ফোন বাজারে আনতে যাচ্ছে ইউরোপীয় দেশ সুইডেন ও নরওয়ে। তারা বলছে, নতুন নেটওয়ার্কের এই মোবাইল ফোনে এখনকার সবচেয়ে ভালো নেটওয়ার্কের মোবাইল ফোনের চেয়ে একশ গুণ বেশি গতিতে যে কোনো কিছু ডাউনলোড করা যাবে। দুই দেশেই কর্মরত টেলিয়াসোনেরা, সুইডেনের টেলি টু এবং টেলিনর ২০১০ সালের প্রথমার্ধে এই সেবা বাণিজ্যকভাবে চালু করবে। জার্মানির টি মোবাইল, আয়ারল্যান্ড এর হাচিসন থ্রি এবং স্পেনের টেলিফোনিকা ও টু ২০১১ সালে অনুরূপ সেবা চালু করবে বলে ব্রাসেলসসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ফোর্থ জেনারেশন বা ফোর জি মোবাইল নেটওয়ার্কের ওপর ব্যাপক বিনিয়োগ করেছে।

লং টার্ম ইভোলিউশান অ্যাডভান্সড প্রযুক্তির ফোনগুলো ২০১২ সালের গোড়ার দিকে সহজলভ্য হয়ে উঠবে বলে তাদের আশা। লাইভ স্ট্রিম ডাউনলোডসহ ভিডিও কনফারেন্সও এই প্রযুক্তির সাহায্যে করা সম্ভব। তাতে করে মোবাইল ফোন, ল্যাপটপ ও টেলিভিশনকে আলাদা করে চিহ্নিত করা সত্যিই মুশকিল হয়ে পড়বে। ইউরোপীয় ইউনিয়নের টেলিকম বিষয়ক কমিশনার ভিভিয়ানে রেডিং বলছেন, এই প্রযুক্তি মোবাইল ফোনগুলোকে শক্তিশালী মোবাইল কম্পিউটারে পরিণত করবে। এই প্রযুক্তির প্রকল্পে তারা অতিরিক্ত এক কোটি ৮০ লাখ ইউরো যোগান দিচ্ছে।

তথ্যসূত্রঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.