আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় পিয়ানো শেখার দুটি বিদ্যালয় (আমার প্রথম ব্লগ )

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম , এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।

ঢাকায় পিয়ানো শেখার একটি বিদ্যালয়- ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল অনেকেরই পিয়ানো শেখার আগ্রহ থাকে। পাশ্চাত্য এই বাদ্যযন্ত্র টি সারা দুনিয়ায় সমান জনপ্রিয়। আমাদের বাংলাদেশে সাধারনত ভাল মানের পিয়ানো বাজানো হয়না কারন এর দাম প্রচুর। একটা মোটামুটি মানের পিয়ানোর দাম প্রায় ৫ লক্ষ টাকা।

তবে যেহেতু কিবোড দিয়ে পিয়ানো বাজানো যায় এই কারনে অনেক মানুষ বাড়িতে শখের বশে পিয়ানো বাজিয়ে থাকেন। পিয়ানো শিখে বাজালে অনেক বড় বড় কম্পোজার দের সুর সঠিক ভাবে বাজানো যায়। আর পিয়ানো শিখতে হলে পাড়ার বড় ভাই দের কাছে না শিখে একটু ভাল জায়গা তে শেখা উচিত। ঢাকা তে এখন বেশ কটি শেখার জায়গা আছে যাদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল অন্যতম। ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল ঢাকা র মিরপুর ১০ নম্বর এ অবস্থিত।

বাংলাদেশের ব্যাপ্টিস্ট দের সঙ্ঘ ভবন এর অধীনে এটি পরিচালিত। দক্ষিন কোরিয়ার অধীনে এই ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল এর কাজ হয়। এখানে পিয়ানো শেখার জন্য এডমিশন ফি ১০০০ টাকা এবং মাসিক ফি ৫০০ টাকা। ভরতি হওয়া যায় যেকোনো মাসেই। সময় ঠিক করা হবে আপনার এবং টিচারের সুবিধা মত।

এখানে সপ্তাহে এক দিন শেখার সময় এবং প্র্যাকটিস করা যাবে যেকোনো সময়ে। আমি নিজে বেশ কয়েক টি জায়গাতে শিখেছি কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল এর টিচিং এবং ফ্লেক্সিবিলিটি আমাকে মুগ্ধ করেছে। তাই আপনারা যারা পিয়ানো শিখতে চাইছেন নিশ্চিন্তে বেছে নিতে পারেন ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল কে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার প্রথম ব্লগ শেষ করছি। সবাই ভাল থাকবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।