আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয়‌ ৫১

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

কফির অর্ডার দিয়ে এক ভদ্রলোক অনেকক্ষণ অপেক্ষা করছেন। কফি আর আসে না।

শেষমেষ ভদ্রলোক বিরক্ত হয়ে ম্যানেজারকে ডাকলেন। সব শুনে ম্যানেজার বললেনঃ ওয়েটারটির কি মাথার চুল সাদা ছিল? ভদ্রলোক বললেনঃ না, অন্তত আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন ছিল না। (২) ভদ্রলোকঃ ডাক্তারবাবু, আপনার কাল আমার ওখানে নিমন্ত্রণ খেতে যাবার কথা ছিল, গেলেন না? ডাক্তারবাবুঃ প্রথমে ভেবেছিলাম একটু দেরী করে যাব, পরে অবশ্য মত বদলালাম। ভদ্রলোকঃ কেন? ডাক্তারবাবুঃ যারা আগে গিয়েছিল তারা আপনার বাড়ি থেকে সোজা আমার চেম্বারে চলে এল, তাই। (৩) পরীক্ষার রেজাল্ট দেখে মা রেগে আগুন।

বললেনঃ অঙ্কে একেবারে শুন্য পেলি? ছেলে হেসে বললোঃ শুন্য কি বলছো মা, স্টার মার্ক দেওয়ার মতো আর স্টার ছিল না, তাই , আস্ত একটা চাঁদ দিয়ে দিয়েছেন স্যার। (৪) বাক্য সংকোচনের কয়েকটি উদাহরণঃ‌‌ গোরুদের মধ্যে উত্তম= গৌতম যে কুমারী ঘি খেতে ভালবাসে= ঘৃতকুমারী যে বসকে "অন্তে" বুঝতে পারে=বসন্ত যে মধুকে শোধন করা হয়=মধুসুদন দুরের গাঁ=দুর্গা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।