আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ী চালনার সময় মোবাইল ফোন ব্যবহারকারীদের সৌজন্যে পোষ্ট।


জনজীবনে যে সকল দূর্ঘটনার সাথে আমরা বহুলাংশে পরিচিত সড়ক দূর্ঘটনা হচ্ছে সে সকল দূর্ঘটনার মধ্যে অন্যতম। বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশ গুলোতে প্রতিনিয়ত এই অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনায় অসংখ্য নীরিহ মানুষের জীবন হারানোর পশাপাশি পঙ্গুত্বের অভিশাপ নিয়ে অনেকের দুর্বিসহ জীবন পার করতে হয়। আর এই দূর্ঘটনার সবচেয়ে বড় ট্রাজেডী হলো যখন একজন চালকের খামখেয়ালী বা ভুলের মাশুল অপর গাড়ীর চালক এবং গাড়ীর যাত্রীদের কড়ায় গন্ডায় পরিশোধ করতে হয়। এই অযাচিত ঘটানা রদ করার জন্য প্রসাশন এবং সংশ্লিষ্ট কর্মকতাগণ সদা তৎপর থাকার পরও অনেক ক্ষেত্রে দূর্ঘটনা কমনো যায় না নতুন নতুন উদ্ভদ পরিস্হিতির কারণে। আর দূর্ঘটনার সম্ভাব্য কারণ খুঁজতে গিয়ে ইদানীং বেরিয়ে এসেছে চলন্ত গাড়ীতে চালকের মোবাইল ফোন ব্যবহার করার বিষয়টি।

। সম্প্রতি ঘটে যাওয়া আনেক দূর্ঘটনার কারণ উদঘাটন করতে গিয়ে গাড়ী চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহার এবং এস এম এস পাঠানো এবং পড়ার প্রমান পাওয়া যায়। বিশ্বের অনেক দেশের ন্যায় বৃটেনেও গাড়ী চালানোর সময় চালকের জন্য মোবাইল ফোনের ব্যাবহার নিষিদ্ধ। এই আইন অমান্য করার জন্য অমান্যকারীর বিরুদ্ধে সাস্তির বিধানও রাখা হয়েছে। এরপরও দূর্ঘটনার সংখ্যা ক্রমশ বৃদ্ধিতে নাভিস্বাস উঠেছে সংশ্লিষ্ট প্রসাশনসহ পুলিশ বিভাগে।

ফলে প্রসাশনগুলোতে চলছে দূর্ঘটনা হ্রাসের জন্য নানাবিধ পদক্ষেপ। এমনি একটি ভিন্ন পদক্ষেপ নিয়েছে বৃটেনের নিউপোর্টের পুলিশ বিভাগ। জনগনকে বেশী বেশী সচেতন করার লক্ষে বৃটেনের নিউপোর্টের পুলিশ এই বিষয়ে একটি প্রামান্য চিত্র তৈরি করেছে। ছবিতে দেখা যায় গাড়ী চলা কালীন অবস্হায় চালিকা তার মোবাইল ফোনে মেসেজ দেখার জন্য গাড়ীর গতিপথ থেকে তার দৃষ্টি সড়ানোর মহূর্ত্তেই ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়ে। এরপর সামনে ও পিছন থেকে দ্রুত বেগে ধেয়ে আসা গাড়ীগুলো একে অপরের মধ্যে সংর্ঘষে সড়কটি পরিনত হয় একটি ধ্বংসস্তুপে।

নিউপোর্টের পুলিশ ৪ মিনিটের এই প্রামান্য চিত্রটি স্হানীয় স্কুল ও কলেজে প্রদর্শনের পর সমগ্র বৃটেনের স্কুল ও কলেজে প্রদর্শনের পরিকল্পনা গ্রহন করেছে। ভিডিওতে ধারনকরা ভয়াবহ দূর্ঘটনার চিত্রটির প্রসঙ্গে স্হানীয় পুলিশ কর্মকতা বলেন, এটি যুব সমাজের জন্য একটি শিক্ষনীয় বিষয়। এই ছবি দেখার পর গাড়ী চলানোর সময় মোবাইল ফোনে মেসেস আদান প্রদানের আগে চালক সম্ভাব্য করুন পরিনতির বিষয়ে দু দুবার ভাববে। একটি জরীপে জানা যায় বৃটেনে ১৮ থেকে ২৪ বছর বয়েসি যুবক-যুবতীদের শতকরা ৫০ ভাগ গাড়ী চালনার সময়ে মোবাইল ফোন ব্যবহার করে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.