আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ী কেনার আগে ও পরে-২

এগিয়ে যাও ...
গাড়ী কেনার আগে ও পরে-১ প্রথম পর্বে নতুন/রি-কন্ডিশন গাড়ী কেনার আলোচনা করেছিলাম। এখন আপনি শো রুমে গেলেন। * প্রথমেই আপনার ব্যক্তিগত পছন্দের মডেলটি নির্বাচন করুন। আমি ব্র্যান্ড হিসেবে "টয়োটাকে" প্রাধান্য দেব। কারণ দেশের জন্য এটিই সেরা।

* রি-সেইল ভ্যালু নিশ্চিত হয়ে মডেল বাছাই করবেন। কেননা আপনি যে মডেল কিনবেন পরবর্তীতে বিক্রি করতে গেলে ক্রেতা যাতে এতে আকৃষ্ট হয়। অর্থাৎ জনপ্রিয় মডেলটি কেনার চেষ্টা করবেন। * ইন্ডিয়ান গাড়ীর রি-সেইল ভ্যালু নাই বললেই চলে, সুতরাং সাবধান! একান্ত বাধ্য না হলে ইন্ডিয়ান কার/গাড়ী কিনবেননা। * কার অপশন (সুবিধা) সম্পর্ক্যে অভিজ্ঞ কারো কাছ থেকে জানুন।

আপনি কি কি সুবিধা (সিডি/ডিভিডি/এমপি.থ্রি/টিভি/নেভিগেশন/ক্যামেরা/স্পয়লার/সানরূফ/বডিকিট/ক্রোম/লেদার ইন্টিরিওর ইত্যাদি) পাচ্ছেন আপনার বাজেটের মধ্যে? এটি নিশ্চিত হোন। অন্য কোন শো-রুম আপনাকে এই বাজেটে কি কি সুবিধা দেবে নিশ্চিত হোন। * কয়েকটি বিভিন্ন এলাকার শো-রুম ভিজিট করুন। * টেষ্ট ড্রাইভ সম্ভব হলে নিজে করুন। অভিজ্ঞ কাউকে সাথে রাখুন।

* সি.সি ১৫০০ এর মধ্যে থাকলে আমাদের দেশের জন্য সবথেকে উপযোগী। ১৮০০ এর উপর না হলে ভালো। * রি-কন্ডিশন গাড়ী আমদানীর সময় কিছু ত্রুটি থাকে। এগুলো শো-রুমে আনার আগে মেরামত করা হয়ে থাকে। এটা স্বাভাবিক।

তবে মেজর হলে সমস্যা। কি কি কাজ হয়েছে সম্ভব হলে জানার চেষ্টা করুন। অরিজিনাল রং রয়েছে কি-না তা নিশ্চিত হোন। এটি আপনি গাড়ীর সামনের বুটের চেসিসের প্লেটে ক্ষুদাই করা নাম্বার আকারে পাবেন। * চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, তৈরী সন সম্পর্ক্যে নিশ্চিত হোন যে, এগুলো ফলস নয়।

(যদিও নকল প্রমাণ করা প্রায় অসম্ভব) * কম মাইলেজ দেখে কিনুন। এটিও আমাদের দেশে টেম্পারিং করা হয়। সুতরাং সাবধান! ইনশাআল্লাহ। আরো আলোচনা করবো পরবর্তীতে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.