আমাদের কথা খুঁজে নিন

   

জীবনে গাড়ী আর কেনা হলো না! পুড়ে যায় যদি। তা না হলে নিজেই যদি বাসের মধ্যে আগুনে পুড়ে রাজনৈতিকদের শিক কাবাব খাবার রসনায় সুবাস ছড়াই! দরকার নেই ভাই গাড়ী চড়বার! একটা সাইকেল কিনবো!!!

। বাউন্ডুলে ব্লগার। আমার কোনো গাড়ী নেই। স্বপ্ন ছিল কিনব। জীবনে কিনতে পারব কিনা জানি না।

এই গাড়ী পোড়ানোর উৎসব দেখে মনে হচ্ছে এজীবনে আর কেনা হবে না। ছোটবেলায় ছোলার ক্ষেতে গিয়ে ছোলা পুড়িয়ে খেতাম! এখন রাস্তায় গাড়ী পোড়ানো দেখে মনে হচ্ছে এ যেন ছোলা পুড়িয়ে খাওয়ার মতনই তুচ্ছ ব্যাপার! কি নৈরাজ্যের দেশে আমরা বসবাস করি! যারা রাস্তায় গাড়ীতে আগুন দেয় তাদের কি নিজের গাড়ী আছে? নাই। স্বামর্থ আছে? থাকতেও পারে। তবে স্বামর্থ থাকলে মনে হয়না তারা রাস্তায় গিয়ে এমন কাজ করতে পারে। যাদের গাড়ী পোড়ানো হয় তারা কি সব সবয়ই প্রতিপক্ষ দলের? না।

যে গাড়ীগুলো পোড়ানো হয় তাদের কি সরকার ক্ষতিপুরণ দেয়? না। ইনসুরেন্স? মনে হয়ে না। এখন থেকে গাড়ীর মালিকেরা ইনসুরেন্স করবার সময় হরতালে গাড়ী পোড়ানোর বিষয়টা ইনসুরেন্সের লোকদের বলে দেখতে পারেন। আমি বলছি না যে, এই ঘটনা শুধু এখনই ঘটছে। যারা সরকারে থাকে তারা পোড়ায় না, আবার তারাই বিরোধী দলে গেলে পোড়ায়।

একই ব্যাপার ঘুরে ফিরে। কপাল পোড়ে কোন এক মধ্যবিত্বের নয়ত গ্রামে জমি বিক্রি করে ঢাকায় এসে কোন এক লক্কর ঝক্কর মার্কা ক্যাব কিনে ভাড়ায় চালিত দরিদ্র চালকের স্বপ্নের সেই গাড়ীটির। সরকারী গাড়ী পুড়লে তো জনগনের ক্ষতি। অবশ্য যারা সরকারী এই গাড়ী গুলোর মেইনটেনেন্স এর দায়িত্ব পালন করেন কিংবা সরকারী নতুন গাড়ী কিনবার ক্রয় সংক্রান্ত কাজটি করে থাকেন; তাদের তো ভাই রাস উৎসব! শুধু এটুকুই বলবার আছে দেশটা কিংবা পুড়িয়ে দেওয়া সেই গাড়ীগুলিকে কি রাজনৈতিক নেতা কর্মীরা নিজের বাপ- দাদার সম্পত্তি মনে করেন? আপনারা কি মনে করেন যে গাড়িগুলির মালিকরা আপনাদের কে আর ভোট দিবে? যদি অতীতে দিয়েও থাকে মনে হয় না আর দিবে! আর সরকারের প্রতি বলার এটুকুই আছে- জনগনের এবং সেই সঙ্গে জনপ্রশাসনে নিয়োজিত রাষ্ট্রের কর্চারীদের যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে লজ্জায় মুখ লুকান। আর না হলে ওল্ড ওয়েষ্ট স্টাইল চালু করে দিন! (ওয়েষ্ট্রার্ণ সিনেমার মতন!) সবাই কোমরে রিভলবার নিয়ে ঘুরবে।

কারো কা্ওকে পছন্দ না হলে ডুয়েল লড়বে! দুই নেত্রীও ডুয়েল লড়তেন সেক্ষেত্রে! লাষ্ট ম্যান ষ্ট্যান্ডিং! আর নিষ্কর্মা শেরিফের দায়িত্বে থাকবেন .। .। .। ভেবে দেখুন তো কে? আমাদের মতন আম জনতার হাড়-গোড় আর জ্বালিয়ে খাবেন না। মুক্তি দিন।

যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারলে ঘোষনা দিন - ‘‘পারবো না” । আর যদি পারেন, তাহলে কঠোর হাতে দমন করুন নৈরাজ্য। আর কি বলব---- জীবনে গাড়ী আর কেনা হলো না! পুড়ে যায় যদি। তা না হলে নিজেই যদি বাসের মধ্যে আগুনে পুড়ে রাজনৈতিকদের শিক কাবাব খাবার রসনায় সুবাস ছড়াই! দরকার নেই ভাই গাড়ী চড়বার! একটা সাইকেল কিনবো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।