আমাদের কথা খুঁজে নিন

   

নৌকায় ভোট দিলে মানুষ কিছু পায়, আমরা দিতে থাকি, দিয়ে যাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে, মানুষকে ভাতের অধিকার দিয়েছে। নৌকা মার্কায় ভোট দিলে এ দেশের মানুষ কিছু পায়। আমরা দিতে থাকি, দিয়ে যাই। ’
আজ রোববার আশুলিয়ায় আশুলিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত সুধী ও নারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী চারাবাগ এলাকায় নারী পোশাকশ্রমিকদের জন্য ১২ তলা হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


প্রধানমন্ত্রীর বক্তব্যের বেশির ভাগ অংশজুড়েই ছিল তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নকাজের বিবরণ। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য পোশাকশ্রমিকসহ সবার প্রতি আহ্বান জানান।
পেশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন আমি আছি তখন আপনাদের আন্দোলন-সংগ্রাম করতে হবে না। আপনাদের দেখাশোনা করা আমার দায়িত্ব। ’
প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে পোশাকশ্রমিকদের জন্য আরও হোস্টেল ও আবাসনের ব্যবস্থা করা হবে।

যদি কারখানার মালিকেরা শ্রমিকদের জন্য ডরমেটরি করতে চান, তাহলে তাঁরা তা করতে পারবেন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.