আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিতে ভেঁজা সন্ধ্যায়..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

আজি ঝর ঝর এই বৃষ্টি ভেঁজা সন্ধ্যায় সুখমাখা স্মৃতিগুলো শুধুই, মনে পড়ে যায়.. মধুর স্মৃতির পায়রাগুলো ডানা মেলে ধরে, উদাসী মন ব্যথিত হয়ে লোনা জলে ভরে। দুটি চোখের পাতা ভারি হয়ে আসে, বিধুর বেদনায় স্মৃতি করুণায় হাসে.. ..আমি একাকী অজানা পথে এক অজানা রথে দূরে চলে যাই.. ..নিষুতি আঁধার ডাকে বারেবার চলে এসো.. চলে এসো.. আমার কাছে হয়ে যাও আমারই মত নিঝ্ঝুম নিরালা অমানিষা অন্ধকার....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।