আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিতে কদম ফুল

দুর্গম পথ যাবো পেরিয়ে রঙ্গিন এক স্বপ্ন বুকে......।

উজ্বল সোনালী রং ধরেছে
পাঁচতলার বারান্দাটা।
থেকে থেকে ধোঁয়া চড়াচ্ছে
হাতে ধরা চায়ের কাপটা।

উড়ে যাওয়া ধোঁয়ার
গমন পথের পরিমাপ করছি বসে।
এসময় ও আসলে কাছে
"কি করছ?" বলে
মিষ্টি হেঁসে বসল পাশে।


আমার প্রেয়সী ও।
আজও আছে সেই আগের মতো।

বললাম "তোমাকে নিয়ে কবিতা লিখেছি জান"
"তাই! এখনো আছে তোমার সেই শখ!
আছে সেই টান!"

"অবাক হলে শুনে?
নাও পড়ে দেখো
আগের মতো আছে
নাকি শুকিয়ে গেছে হ্রিদয়টাও?"

ও হাত বাড়িয়ে নিল
শব্দ করে পড়তে শুরু করল

স্মৃতিতে কদম ফুল
লিখেছেন আনিস বকুল

তিতলী,সেদিনের কথা কি মনে পড়ে?
যেদিন প্রবল বর্ষা নেমেছিল
এই প্রিথিবী জুড়ে।
ব্রিষ্টির ফোটারা তীব্র প্রতিযোগিতায়
ছুটে এসেছিল বায়ুমন্ডলের পথ বেয়ে।

তুমি তখন সবে কৈশোর
পার করে
তরুনী নাম নিয়েছো।


খুব সম্প্রতি নিজের শরীরে
নতুন সৌন্দর্যের দেখা পেয়েছো।

সেই বর্ষনমূখর দিনে তুমি বাড়ী ফিরছিলে
কাকভেজা হয়ে।
পথে কেউ ছিলনা
শুধু আমি দাড়িয়ে
হাতে একটি কদম ফুল নিয়ে।

নির্জনে আমায় দেখে
ভয় পাওনি তুমি
কারন আমার নিষ্পাপ চোখে
ভয় পাবার মত কিছু ছিলনা।

তবে লজ্জা পেয়েছিলে
কারন তোমার কাপড় ভিজে গিয়েছিল ব্রিষ্টির জলে
মিশে গিয়েছিল সুন্দর হয়ে উঠা শরীলে।



তুমি পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিলে
তিতলী শুনো, বলে
ডাক দিয়ে থামালাম
হাতের কদমফুলটি
নিঃসংকোচে বাড়িয়ে দিলাম।

তুমি কিছু বললেনা
একটু উবু হয়ে তুলে নিলে
আরেকটি কদম।
রাগি মুখে ছুঁড়ে দিলে,
একদম অব্যার্থ নিশানা
ঠিক আমার কপালে
এসে আঘাত হেনেছে,
যেন কাদা লেগেছে দেয়ালে
এভাবে লেপ্টে গেছে
পঁচে গলে যাওয়া কদমটি।
তা দেখে তোমার সে কি হাঁসি!

হাঁসতে হাঁসতে দৌড়ে পালাতে চেয়েছিলে
কিন্তু পারলেনা।
অসভ্য রাস্তায়
পিঁছলে পড়ে গেলে।



আমি হাত ধরে তুলে দিয়েছিলাম।
আর চোখে চোখ রেখে বলেছিলাম
"কন্যা ভালবাসি তোমায়"।

তবে দেখো আজ একটা কথা
কিন্তু লিখিনি এ কবিতায়।

আমি চাইনা
সবাই জেনে যাক
প্রেম নিবেদনের ফাঁকে
তোমার হাত
চুয়ে গিয়েছিলো
আমার ঠোঁট।
তুমি তাকিয়েছিলে,
অবাক হয়ে দেখছিলে
এক অসভ্য প্রেমিক কে
যার প্রেম নিবেদন শুরু হয়েছে
বিনা অনুমতিতে চুমু খেয়ে।



অবশেষে কবিতা পড়া শেষ হলো
তিতলী তার হাত বাড়িয়ে দিলো
আমি ঠোঁট চুইয়ে দিলাম
সেদিনের মতো
তারপর দুজনেই লজ্জা ফেলাম।

আমার দুষ্ট নাতিটা।
কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে
হাতে ক্যামেরা নিয়ে
বিকেলের ছবি তুলতে গিয়ে
এক প্রেমিক জোড়ার ছবি
তুলে ফেলেছে।

যাদের শরীর বুড়িয়ে গেছে
তবু অবুঝ ভালবাসা বেচে আছে।
হ্রিদয়ের গহীন কোনে
নিরবে নিভৃতে খুব যতনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।