আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যু নামক সমাধান।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কত আঁধার কেটে গেলো ভোরের আগ্রাসনে কত নিসঙ্গঁ রাত্রী ঝরে গেলো সূর্যের তেজে মনে কাটে না গো আঁধার ঘন নিসঙ্গতা মনে সমাধান হীন সমস্যার তমসা জট.. বিভ্রান্তি শেষ হয়ে মরে মিশে গেছে কবরের মাটিতে বিব্রত বিতত হাওয়ায় মিশে গেছে কুয়াশার আড়ালে অপদস্ত আত্মকেন্দ্রিককতায় তীব্র ঢেউ যেন চলে গেছে বহূতদূরে তেপান্তরের সাত সমুদ্র তীরে আর এইতো পড়ে আছি মাকাল ফলের কষ্টের বাকল.. মনটাও মরে যেত কোনদিন কোন নক্ষত্রের তেজে মনটাও বুঝে যেত অতীত ভুলের সমাধান শেষে যদি; সেদিন আমি আর আমি কি রব..হব স্বকীয়তা বিবর্জিত .. তাও যদি হত ...সমাধান এর সমস্যাটা হারিয়ে যেত ভুলে যেত ভুলের চাঁদ সুরুজ এর নিয়মিত উদয় অস্ত .. হবে না ..সে হবার ক্ষণ বুঝি যে এক সেই সমাধান ..মৃত্যু। ১৭/০৮/০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.