আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে দেখা..........সামুতে আমার ১০০টি লেখা

বুকের ভেতর বহুদূরের পথ.........

২০০৮ এর নভেম্বরে শুরু করার পর প্রতি মাসেই কম বেশী লিখেছি, পড়েছি তো আরো অনেক বেশী। ব্লগিং এর নেশা যাকে বলে। দেখতে দেখতে তাই ১০০ পোস্ট হয়ে গেল। আবেগ অনুভূতির কথা আর বলতে চাইনা, শুধু পেছন ফিরে দেখতে চাই এ পর্যন্ত লেখা পোস্ট গুলো। পাঠকরা তো তাদের রায় দিয়েছেনই, সাথে নিজেরও কিছু মূল্যায়ন থাকবে।

নিজের ঢোল যদিও নিজেই পেটাচ্ছি তবে একটা মহৎ উদ্দেশ্যও আছে। যে কোন ব্লগার এই একটি পোস্ট থেকেই মোটামুটি জেনে নিতে পারবে আমার লেখালেখির ব্যাপারে। চলুন তাহলে, একটু ঘুরে আসি জানজাবিদের ব্লগ বাড়ি থেকে। খুব স্বাভাবিক ভাবেই সবচেয়ে পাঠক প্রিয় হয়েছে ফানপোস্ট গুলো। সুন্দরীদের জীবন চক্র ভাই, এইডা কুন জায়গা? (মোবাইলে বিরক্তিকর কলারদের নিয়ে) বাংলালিংকের একটা টিভি বিজ্ঞাপন বের হয়েছিলো পরে এই কনসেপ্টের উপর বেস করে।

ডাবল মীনিং সং- লুকানো অশ্লীলতা বুড়া নায়ক আর কচি নায়িকা শিক্ষাঙ্গনে যে কোন প্রকারের রাজনীতির ঘোর বিরোধী আমি। এই নষ্ট রাজনীতির মাশুল কড়ায় গন্ডায় দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি এই জীবনে। এই বিষয়ে লেখা আমার পোস্ট গুলো- ছাত্র ও শিক্ষক রাজনীতির অবসান চাই ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাব ও আমার কিছু কথা বই পড়তে ভালবাসি, তাই বই পড়ার অভিজ্ঞতা নিয়ে কয়েকটা পোস্ট দিয়েছি- সেবা প্রকাশনীর জনপ্রিয় বইগুলোর উৎস সন্ধান মনে ঝড় তোলা ৩টি বই বই রিভিউ- পূর্ব পশ্চিম নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে বেশ কিছু পোস্ট লিখেছি- স্কুল জীবনের একটি স্মৃতি সমকামী হুজুরের খপ্পরে বাচ্চাদের কথা যখন ভয়ংকর পাত্রী দেখার হিসাব নিকাশ ছেলেবেলার যত মজার খেলা এই লেখাটা তেমন পাঠক প্রিয়তা না পেলেও কয়েকজন ব্লগারের কাছ থেকে অনেক বেশী প্রশংসা পেয়েছি। আমার আলা ভোলা বুড়ো বাপ ব্লগীয় টিউটোরিয়াল টাইপের কিছু পোস্ট দিয়েছিলাম- সিগনাল দেখে ব্লগ পড়ুন এই লেখাটার পাঠক সাড়া নিয়ে মনের মধ্যে কিছুটা অভিমান আছে। ব্লগীয় নসিহত সংকলন প্রিয় ব্লগার নাফিস পরে এই বিষয়গুলোই আরেকটু গুছিয়ে এবং আরো অনেক নতুন কিছু নিয়ে খুব সুন্দর একটা পোস্ট দিয়েছিলো- 'ব্লগীয় হিটম্যান' টাইটেল দিয়ে।

সহজে তৈরী করুন 'কপি-পেস্ট' পোস্ট সমসাময়িক বিষয় নিয়ে বেশ কয়েকটা পোস্ট দিয়েছি তবে সবগুলো এখানে উল্লেখ করার মত নয় (কিছু লেখা এখন আর প্রাসঙ্গিকও নেই)। তবে অনেক সময় মনের ঝাল ঝাড়ার আর কোন জায়গা না পেলে সামুতে লিখে মনকে শান্ত করি। কাল রাতে মাইকের শব্দ দূষণে অতীষ্ট হয়ে একটা সাময়িক পোস্ট দিয়েছিলাম। প্রথম আলো আসলে কি চায়? এই বিষয় নিয়ে নয়াদিগন্ত উপসম্পাদকীয় করেছিলো ২দিন পর, আর 'আমার ব্লগে'ও সম্ভবত: একটা লেখা দেখেছিলাম এর উপর। ভূয়া চাকরীর বিজ্ঞাপন মতিঝিল থেকে ১০ মিনিটের দূরত্বে রূপায়নের হাউজিং প্রকল্প ফুটবলের ভক্ত, তাই এ নিয়ে কিছু পোস্ট তো দেয়াই লাগে- এই মৌসুমের (২০০৯-২০১০) দলবদল ১০০ তম পোস্টে এসে একটু নতুন ভাবে লেখালেখি নিয়ে চিন্তা ভাবনা করছি।

এখন থেকে কিছু নির্দিষ্ট বিষয়েই বেশী করে লিখবো- >বই পড়ার আপডেট >অনুবাদ >ফুটবল >সমসাময়িক প্রসঙ্গ >আর মাঝে মাঝে কিছু ফানপোস্ট সবশেষে আমার ব্লগের এ যাবতকালের সকল পাঠকের কাছে (বিশেষ করে মন্তব্যকারীদের কাছে) কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকনো ধন্যবাদ ছাড়া আর কিইবা দেয়ার আছে। (দু'জনের নাম বিশেষভাবে উল্লেখ করতেই হয়, 'অলস ছেলে' আর 'তায়েফ আহমাদ'। আমার নিতান্ত 'এতিম' পোস্ট গুলোও যারা মনোযোগ দিয়ে পড়েছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.