আমাদের কথা খুঁজে নিন

   

মুখের অভিব্যক্তি পাঠঃ প্রাচ্য ও পাশ্চাত্য প্রেক্ষিত

আমি চিরতরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে...
পূর্ব এশিয়ানরা নাকি একজনের মুখের অভিব্যক্তি জানতে মানুষের চোখের উপরই বেশি মনযোগ দেয় অথচ পাশ্চাত্যের মানুষজন মনযোগী হয় পুরো চেহারার উপর। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কিছু কিছু অভিব্যক্তির মধ্যে পার্থক্য নিরুপনে প্রাচ্যের লোকেদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এতদিন অবশ্য এর উলটো টাই ঠিক বলে মনে করা হয়েছিল যে চেহারার অভিব্যক্তি বোঝা একটি সার্বজনীন ব্যাপার। এখন বিজ্ঞানীরা বলছেন ব্যাপারটা তখনই বিভ্রান্তিমূলক হয়ে যায় যখন পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ অন্যের মুখের অভিব্যক্তি বুঝতে গিয়ে মুখের ভিন্ন ভিন্ন প্রত্যংগের দিকে মনযোগী হয়। গবেষণায় চেহারার প্রকাশ দেখতে গিয়ে প্রাচ্যের অংশগ্রহণকারীরা বেশিরভাগই চোখের দিকে দৃষ্টি রেখেছেন যেখানে পাশ্চাত্যের অংশগ্রহণকারীরা দেখেছেন চোখ, মুখ সহ পুরো চেহারা। একই মজার ব্যাপার দেখা গেছে কম্পিউটারে প্রচলিত মুখের অভিব্যক্তি প্রকাশে ইমোটিকন ব্যবহারের ক্ষেত্রে। যেমনঃ ইমোটিকন লিখায় পাশ্চাত্য-প্রাচ্য পার্থক্য Emotion Happy West : - ) East (^_^) Sad West : - ( East (;_; ) or (T_T) Surprise West : - o East (o.o) বিবিসি অবলম্বনে
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.