আমাদের কথা খুঁজে নিন

   

সাহারার প্রান্ত থেকে...........১

বেঁচে আছি সপ্ন নিয়ে....................

সুদানে আছি আজ ১০ মাস হল। জায়গাটার নাম এল ওবেইদ। সাহারা মরুভূমির কাছাকাছি ছোট একটা শহর। এদেশে এটা নামকরা শহর হলে ও আমাদের দেশের যে কোন জেলা শহরের চেয়ে অনুন্নত। তবে ইদানিং বেশ কিছু উন্নত ঘরবাড়ি আর রাস্তাঘাট তৈরি হচ্ছে।

যু্‌দ্ধের ভয়ে পালিয়ে যাওয়া লোকগুলো এখন আস্তে আস্তে নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছে নিজেদের পরিবার পরিজন নিয়ে। গত এক যুগের ও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের বিভিষীকা এখনো তাদের মন থেকে মুছে যায়নি। ভাই-বোন, বাবা-মা কিংবা আত্মীয়-স্বজন হারানোর ক্ষত এখনো সেরে উঠেনি এই যুদ্ধ- বিদ্ধস্ত জনপদে। এখনো তারা একে ওপরকে বিশ্বাস করতে পারে না। অথচ বিশাল আয়তনের দেশ সুদান, আমাদের দেশের তুলনায় প্রায় ২৫ গুন বড়।

প্রাকৃতিক সম্পদে ভরপূর দেশটির জনসংখ্যা মাত্র ৪ কোটি। নিজেদের প্রাকৃতিক সম্পদ আর বিশাল ভূমিকে কাজে লাগিয়ে তারা ও আজ হতে পারত UAE, সৌদি আরব কিংবা মিশরের মত কোন দেশ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কিছু ক্ষমতালিপ্সু, বর্বর ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থের কারনে তাদেরকে বরণ করতে হয়েছে দারিদ্রের কষাঘাতে পিষ্ঠ, অসহায়, নিরাপত্তাহীন জীবন। ...............চলবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.