আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাতে

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

মাঝরাতে যখন চাঁদ থেমে থাকে মাঝরাতে যখন সময় থমকে থাকে আলুথালু বাতাস ধীরেটিরে বয় বিষণ্ণতার মেঘ ছুঁয়ে জাগে বিপন্ন হৃদয় রাতজাগা পাখিদের মতো রাতভাঙা সুখ ঝিঁ-ঝিঁ ডাকের মতো দলছুট সুখ খেয়ালী নৌকায় ভাসে নদী স্বপ্নস্রোত অভিপ্রেত নিরবধি জাগরীর মহাযজ্ঞকালে আকাশের সীমা জাগরীর হালখাতায় পৃথিবীর সীমা ছোট হতে হতে বিন্দু হয়ে যায় মানুষ ভেড়ায় তরী মানবিক কিনারায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।