আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ...

"এই মুখরিত জীবনের চলার বাঁকে ... অজানা হাজার কত কাজের ভীড়ে ... ছোট্ট বেলার শত রঙ করা মুখ ... সুর তোলে আজো এই মনকে ঘিরে"
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি আকাশের নীল যদি আধাঁরে মিলায় বুঝে নেব তারে তুমি মনে রাখনি মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি আকাশের বুক চিরে যদি ঝরে জল বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ ।। সরবরে যদি ফোটে পদ্ম কমল অনুভবে বুঝে নেব মান ভেঙেছ মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি রূপালি বিজলী যদি নীরব থাকে কেঁদনা ভেব শুধু আমিতো আছি ।। স্বপ্নলোকেতে যদি ময়ুরী নাচে বুঝে নিও আমি আছি কাছাকাছি মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায় ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি আকাশের নীল যদি আধাঁরে মিলায় বুঝে নেব তারে তুমি মনে রাখনি ।। ____________________________
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।