আমাদের কথা খুঁজে নিন

   

মতিন সাহেব আংশিক সত্যি বলেছেন।

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

জেনারেল মঈন ইউ আহমেদ একটি সত্যি কথা বলেছেন। তা হল তিনি কাউকে ক্ষমতার লোভ দেখাননি। কিন্তু, তিনি যেটা বলেননি তা হল: তিনি নিজেই ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিলেন। এমনভাবে আচ্ছন্ন ছিলেন যে, মি. মঈন ধরেই নিয়েছিলেন যে তিনি বা তারা দেশের ক্ষমতায় আসছেন। আর এ কারণে সমস্ত শিষ্টাচার আর অধিকারের কথা ভুলে তিনি রাজনীতিকদের চরিত্র হনন করে নানা কটুক্তি করেছিলেন সে সময়। এমনকী তিনি রাজনীতিকদের ছবক দিতে ছাড়েননি। এই মঈন তত্বাবধায়ক সরকারের আমলে এমন সব আচরণ করেছেন যে, ভয়ে তার বিরুদ্ধে কেউ সে সময় টু শব্দটি পর্যন্ত করতে সাহস পায়নি। জেনারেল মঈন ইউ আহমদের মত সেনা সদস্যদের উচ্চাভিলাশ বারবার বাংলাদেশের রাজনীতিকে শুধু কলুষিতই করেনি, দেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর। ফলে দেশের রাজনীতির এই দুষ্টক্ষকদের চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.