আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয়-৪৪

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

মন্ত্রী‌ : আপনাকে আমি বললাম, মিনিট পনেরোর একটা বক্তৃতা লিখে দিতে আর আপনি কি একটা ছাতা মাথা লিখে দিলেন। পৌনে একঘন্টা বক্তৃতা দেওয়ার পর দেখছি, সবাই হাসাহাসি করছে।

সেক্রেটারী : স্যার, বক্তৃতাটা কিন্তু মিনিট পনেরোর ছিল। আপনি মনে হয় ওর সঙ্গে দেওয়া কার্বন কপি দুটোও পড়ে ফেলেছেন। (২) খুব মোটা একটা লোক, পার্কের একটা বেঞ্চের প্রায় পুরোটাই দখল করে বসে আছে। একটা রোগা পাতলা লোক এসে বললো : এটা কি শুধু হাতিদের বসার জন্যে? একটু সরে বসে মোটা লোকটা বললো: না,না, গাধারাও এখানে অনায়াসে বসতে পারে। (৩) শিক্ষক: বউ আর কর্পুরের মধ্যে মিল অমিল কোথায়? সুজন: দুটোই উড়ে পালায় গুরুজী, কৌটার মুখ খোলা থাকলে কর্পুর উড়ে পালায়, দরজা খোলা থাকলে বউ।

(৪) যুগান্তর-- আগে ঘরে থাকতো মাসি,পিসী। এখন ঘরে থাকে এ-সি,পিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।