আমাদের কথা খুঁজে নিন

   

শরীর

কবিতার ছেলে।

সহসা শরীরটার ভাঁড়ে কুপোকাত হয়ে পরে আছে সব, পাখিদের যত কলরব গীটারের কথা বলা আবেগি হাওয়া দুরন্ত। পথগুলো পাথেয় সংগ্রহে ব্যতিব্যস্ত, নিরিবিলি চারিদিক সহসা শরীরটার ভাঁড়ে কুপকাত হয়ে পরে আছে সব। এক ঝাক ডানাকাটা পাখি আমিও ভেবেছি ওদের মত ডাক দিয়েছে কখনো আলো আকাশটা ছিলো কর্দমাক্ত তাই সহসা শরীরটার ভাঁড়ে কুপকাত হয়ে পরে আছে সব। বিন্দু মাত্র ইচ্ছা জাগছেনা মনে আমিও দেখেছি ওদের মত কতকিছুই দেখার ছিল আবার অনেককিছুই দেখা হয় নাই করন সহসা শরীরটার ভাঁড়ে কুপকাত হয়ে পরে আছে সব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।